চাকরী প্রার্থীদের (Job Seekers) জন্য সুখবর। রাজ্য সরকারের অধীনে ফের জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা শাসক অফিস। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই পদের জন্য এই রাজ্যের স্থায়ী বাসিন্দা (Permanent Residant) হলেই আবেদন করা যাবে। জেনে নিন আবেদন প্রক্রিয়া সহ সমস্ত বিষয়ে বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে। (WB UDC Recruitment)
পদের নাম:
Upper Division Clerk
নিয়োগকারী সংস্থা:
District Information and Culture Office
মাসিক সাম্মানিক :
নিযুক্ত কর্মীকে প্রতিমাসে বেতন হিসেবে 12 হাজার টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আগ্রহী প্রার্থীদের প্রথমে সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড (Download the Application) করে নিতে হবে।
iii) এবারে নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং আবেদন পত্রের সঙ্গে জরুরি তথ্য (Important Document) যুক্ত করে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানাতে।
আবেদন করতে যা যা ডকুমেন্টস (Documents) লাগবে :
- 1. Date of Birth Certificate/ Admit Card of Madhyamik Examination
- 2. Certificates of Educational Qualification
- 3. Passport Size Photograph
- 4. Aadhaar Card/Voter Card
- 5. Any other related documents
আবেদন জমা করার শেষ তারিখ :
প্রার্থীরা আবেদন পত্র জমা করতে পারবেন 10 অগাস্ট পর্যন্ত।
আবেদনপত্রটি জমা দেবার ঠিকানা:
প্রার্থী তাঁর আবেদন পত্রটি সরাসরি বা রেজিস্ট্রার পোস্ট অফিসের (Direct or Register Post Office) মাধ্যমে জমা করতে পারবেন।
নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
-Written by Riya Ghosh