HomeJob updatesসরকারের উদ্যোগে রাজ্যে টুরিস্ট গাইড পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই আবেদন...

সরকারের উদ্যোগে রাজ্যে টুরিস্ট গাইড পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই আবেদন করুন।

যে সমস্ত চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন রকম সরকারি চাকরির(Madhyamik Pass Government Job) খোঁজ করছেন, তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে একটি বড় সুখবর। রাজ্য সরকারের উদ্যোগে টুরিস্ট গাইড পদে কর্মী নিয়োগ হতে চলেছে। শীঘ্রই বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য।

পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্প হল পর্যটন শিল্প। প্রতিবছর পর্যটনের মাধ্যমে মোটা অংকের আয় হয় সরকারের। বিদেশি পর্যটকরা বাংলায় আসার কারণে অনেক বৈদেশিক মুদ্রা ও জমে। পর্যটন শিল্প যেভাবে বাড়ছে সেভাবেই বাড়ছে পর্যটন শিল্পের সাথে সংযুক্ত বিভিন্ন রকম চাকরি ও কাজের সম্ভাবনা। রাজ্য সরকারের উদ্যোগে টুরিস্ট গাইড পদে কর্মী নিয়োগ(Tourist Guide Recruitment WB) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যুরিস্ট গাইড হওয়ার জন্য যোগ্যতা কি?

রাজ্যের টুরিস্ট গাইড পদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের বেশ কয়েকটি শর্ত মানতে হবে।

  • ১. ন্যূনতম আঠারো বছর বয়স হলেই আবেদন করতে পারবেন।
  • ২. দশম শ্রেণী উত্তীর্ণ হলেই আবেদনের যোগ্য আপনি।
  • ৩. আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বাংলার সংস্কৃতি, বাংলার পর্যটন এবং বাংলার ইতিহাস সম্পর্কে জানতে হবে।
  • ৫. বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে এবং অত্যন্ত সাবলীল ভাবে কথা বলতে হবে।
  • ৬. আপনাকে যে পর্যটন স্থানে দায়িত্ব দেওয়া হবে, সেই স্থানের সম্পর্কে তথ্য জেনে তা পর্যটকদের সামনে তুলে ধরতে হবে

আবেদন জানানোর পদ্ধতি কি?

টুরিস্ট গাইড পদে আবেদন করার জন্য সরকারের নির্ধারিত নির্দিষ্ট কোর্স করা থাকতে হবে। সরকারের উদ্যোগে দুটি টুরিস্ট কোর্স রয়েছে।একটি হল, ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট গাইড বেসিক কোর্স(West Bengal Tourist Guide Basic Course)। এখানে শুধুমাত্র প্রয়োজনীয় বিষয়গুলি বলা হবে।

আরেকটি হলো, ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট গাইড অ্যাডভান্স কোর্স(West Bengal Tourist Guide Advance Course)। এই কোর্সে বিভিন্ন ট্যুরিজম(WB Tourism) সম্পর্কে জানানো হবে এবং কোর্স শেষ হবার পর একটি পরীক্ষায় বসতে হবে। সার্টিফিকেট(Tourism Certificate) পেলে তবেই টুরিস্ট গাইড পদে আবেদন করতে পারবেন।

আবেদন করার জন্য সরাসরি রাজ্যের পর্যটন দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular