HomeNewsএকগুচ্ছ ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা, জেনে নিন বিস্তারিত।

একগুচ্ছ ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা, জেনে নিন বিস্তারিত।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের(West Bengal Government Employees) জন্য সুখবর। খুব শীঘ্রই আগামী সপ্তাহতেই একগুচ্ছ সরকারি ছুটি(WB Government Holiday) পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। পাশাপাশি বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকার অনুমোদিত এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। সব মিলিয়ে বেশ একটানা ছুটি(West Bengal Holidays) পেতে চলেছেন সরকারি কর্মচারীরা।

সামনে রয়েছে বাঙালিদের অন্যতম একটি বড় উৎসব কালী পূজা। এছাড়া ছট পূজা, ভাইফোঁটা সবমিলিয়ে আগামী সপ্তাহ জুড়ে বেশ অনেকদিন ছুটি(Holiday News) পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। নবান্নে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান কালী পূজা এবং ভাইফোঁটা উপলক্ষে এর আগে থেকেই চারটি ছুটির ঘোষণা করা রয়েছে। তাছাড়া ছট পূজা উপলক্ষে থাকবে সরকারি ছুটি(Government Holidays)।

আগামী সপ্তাহে ছুটির তালিকা(Holiday List) দেখে নিন।

  • ১২ নভেম্বর: (রবিবার) – কালীপুজো
  • ১৩ নভেম্বর: (সোমবার) – কালীপুজোর অতিরিক্ত ছুটি।
  • ১৪ নভেম্বর: (মঙ্গলবার)- কালীপুজোর অতিরিক্ত ছুটি।
  • ১৫ নভেম্বর: (বুধবার) – ভাইফোঁটা এবং বিরসা মুন্ডার জন্মদিবস।
  • ১৬ নভেম্বর: (বৃহস্পতিবার) – ভাইফোঁটার পরদিন।
  • ১৯ নভেম্বর: (রবিবার) – ছটপুজো।
  • ২০ নভেম্বর: (সোমবার) – ছটপুজোর জন্য বাড়তি ছুটি।

সব মিলিয়ে প্রায় সাত দিন ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। রবিবার কালীপুজো এবং ছট পূজো পড়ার জন্য অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের নিয়ম অনুযায়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular