HomeJob updatesWB SLST Recruitment: ১৭২৯টি শূন্য পদে রাজ্যে শিক্ষক নিয়োগের আবেদন শুরু,বিস্তারিত জানুন।

WB SLST Recruitment: ১৭২৯টি শূন্য পদে রাজ্যে শিক্ষক নিয়োগের আবেদন শুরু,বিস্তারিত জানুন।

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আরো একটি সুখবর। প্রায় ১৭২৯টি শূন্য পদে অস্থায়ী শিক্ষক নিয়োগের(WB SLST Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশন(WBMSC)।

পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের অস্থায়ী শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তর গুলিতে।

রাজ্যের মাদ্রাসা দপ্তরের শিক্ষক নিয়োগের যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হলো

১. প্রথম – চতুর্থ শ্রেণীর শিক্ষক

যোগ্যতা:
ঐচ্ছিক বিষয় হিসেবে আরবি সহ নূন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ফাজিল অথবা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।

NCTE স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে D.El.Ed./ B.Ed. প্রশিক্ষণ নেওয়া থাকতে হবে।

পরীক্ষা পদ্ধতি–

১. ১৫০ নম্বরের OMR বেস্ড TET পরীক্ষা হবে।
২. মূল পরীক্ষাটি হবে ৯০ নম্বরের।

২. পঞ্চম – অষ্টম শ্রেণীর শিক্ষক

যোগ্যতা:

  • স্নাতক বা স্নাতকোত্তরে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ।
  • NCTE স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে D.El.Ed./ B.Ed. প্রশিক্ষণ নেওয়া থাকতে হবে।
  • ২৯.০৭.২০১১ এর আগে B.Ed ডিগ্রি থাকলে, স্নাতক বা স্নাতকোত্তরে ৪৫% নম্বর থাকলেই আবেদন করা যাবে।
See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

পরীক্ষা পদ্ধতি–

১. ১৫০ নম্বরের OMR বেস্ড TET পরীক্ষা হবে।
২. মূল পরীক্ষাটি হবে ৯০ নম্বরের।

৩. নবম – দশম শ্রেণীর শিক্ষক

যোগ্যতা–

  • স্নাতক বা স্নাতকোত্তরে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ
  • NCTE স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে D.El.Ed./ B.Ed. প্রশিক্ষণ নেওয়া থাকতে হবে।
  • ২৯.০৭.২০১১ এর আগে B.Ed ডিগ্রি থাকলে, স্নাতক বা স্নাতকোত্তরে ৪৫% নম্বর থাকলেই আবেদন করা যাবে।
  • সংশ্লিষ্ট বিষয়ে ৩০০ নম্বরের পড়াশোনা করা বাধ্যতামূলক।

পরীক্ষা পদ্ধতি–
মূল পরীক্ষা হবে ৯০ নম্বরের।

৪. একাদশ – দ্বাদশ শ্রেণীর শিক্ষক

যোগ্যতা–

  • স্নাতক বা স্নাতকোত্তরে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ।
  • NCTE স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে D.El.Ed./ B.Ed. প্রশিক্ষণ নেওয়া থাকতে হবে।
  • ২৯.০৭.২০১১ এর আগে B.Ed ডিগ্রি থাকলে, স্নাতক বা স্নাতকোত্তরে ৪৫% নম্বর থাকলেই আবেদন করা যাবে।
  • সংশ্লিষ্ট বিষয়ে ৩০০ নম্বরের পড়াশোনা করা বাধ্যতামূলক।

পরীক্ষা পদ্ধতি–
মূল পরীক্ষা হবে ৯০ নম্বরের।

বয়সসীমা –

২১ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হয়েছে।

আবেদন মূল্য-

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

জেনারেল, ওবিসি, এসসি এবং এসটি প্রার্থীদের জন্য আবেদনমূল্য 500 টাকা এবং pwd প্রার্থীদের জন্য আবেদনমূল্য 250 টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ–
১২/৬/২০২৩

আবেদন পদ্ধতি-

যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।wbmsc.co.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর এবং আবেদনমূল্য জমা করার পর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular