HomeJob updatesরাজ্যের বিভিন্ন স্কুলে এডুকেশন সুপারভাইজার নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের বিভিন্ন স্কুলে এডুকেশন সুপারভাইজার নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

WBMDFC অর্থাৎ West Bengal Minorities Development and Finance Corporation এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে জেনে নিন বিস্তারিত।

পদের নাম:

Education Supervisor

মোট শূন্যপদ:

৬ টি

শিক্ষাগত যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ (Higher Secondary Passed) হতে হবে।
ii) প্রার্থীর অতি অবশ্যই Computer এ কাজের বিষয়ে জ্ঞান থাকতে হবে।
iii) এছাড়াও প্রার্থীর নাম অতি অবশ্যই রাজ্য সরকারের Minority Community এর অন্তর্ভুক্ত হতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স হতে হবে ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি:

আলাদা ভাবে কোনো আবেদন করতে হবে না।

নিয়োগ প্রক্রিয়া:

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

বিঃ দ্রঃ: ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের নিজের সাম্প্রতিক বয়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র (Recent Biodata, Educational Qualification, Date of Birth Certificate, Important Document) নিয়ে ইন্টারভিউ এর নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ নেওয়ার ঠিকানা:

Office of the West Bengal Minorities Development & Finance Corporation,
AMBER, DD-27/E Sector- 1,
Salt Lake, Kolkata-700064

ইন্টারভিউ নেওয়ার তারিখ:

আগামী ৪ এবং ৫ অক্টোবর নেওয়া হবে ইন্টারভিউ।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ওয়েবসাইটে।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular