WB TET 2022 Result Link:
পশ্চিমবঙ্গের বর্তমানে সবথেকে চর্চিত পরীক্ষা প্রাইমারি টেট ২০২২। বহু বছর পরে ১১ই ডিসেম্বর ২০২২ তারিখে রাজ্যে এই পরীক্ষাটি সংগঠিত হয়েছিলো।
তাই এখন প্রাইমারি টেট ২০২২ রেজাল্ট(wb primary tet result) প্রকাশিত হওয়ার অপেক্ষা করছেন হাজার হাজার প্রার্থীরা। তবে রেজাল্ট প্রকাশিত অবশেষে আজই হচ্ছে। দুপুর ১টায় রেজাল্ট প্রকাশিত হয়েছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদ বোর্ড প্রাথমিক অ্যানসার কি এবং Primary TET ফাইনাল অ্যানসারকি ইতিমধ্যে প্রকাশিত করেছে।
পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল দেখা যাবে অনলাইনে। রেজাল্ট চেক করার অফিসিয়াল ওয়েবসাইট হলো- @wbbpe.org ।
অবশেষে সাংবাদিক বেঠকে রেজাল্ট প্রকাশিত হলো।এবছরে ৬ লক্ষ ২০ হাজার চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন। 2022 প্রাইমারি টেট পরীক্ষাতে প্রথম দশের মধ্যে রয়েছেন ১৭৭ জন।
- প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিং।
- দ্বিতীয় হয়েছেন মেঘনা চক্রবর্তী, দীপিকা রায়, মৌনিশা কুন্ডু, অদিতি বসুরায়।
প্রাইমারি টেট পরীক্ষা রেজাল্ট 2022:
Board: | West Bengal Board of Primary Education (WBBPE) |
---|---|
Exam Name: | Wb Primary TET 2022 |
Category: | Result, Education News |
Exam Date: | 11/12/2022 |
Result Date: | 10/02/2023 (OUT) |
Official Website: | @ wbbpe.org |
2022 প্রাইমারি টেট রেজাল্ট দেখার পদ্ধতি:
সকল প্রার্থীদেরকে রেজাল্ট দেখার জন্য @wbbpe.org অফিসিয়াল সাইটে প্রবেশ করতে হবে। রেজাল্ট দেখা যাবে অনলাইনে সহজেই।
Step 1: প্রথমে প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। (www.Wbbpe.org)
Step 2: হোমপেজে “Click Here Online Application For Teacher Eligibility Test-2022(TET-2022) for classes I to V” লেখা অংশে ক্লিক করুন।
Step 3: এরপরে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে “Teacher Eligibility Test, 2022 (TET 2022)” কথা লেখাটিতে ক্লিক করুন।
Step 4: এরপর নতুন পেজ খুলর যাবে সেখানে “Print/ Download Result for WB Teacher Eligibility 2022” লেখা অংশে ক্লিক করুন।
Step 5: এরপর নিজের Registration Number এবং DOB বসিয়ে নিজের রেজাল্ট চেক করুন।
Check Your TET 2022 Result(Direct Link)
WB TET 2022 Cut Off Marks:
General/Unreserve- 60%
SC,ST,OBC,PH,ESM- 55%
WB TET Result 2022-2023:(FAQ)
1) টেট ২০২২ রেজাল্ট কিভাবে চেক করবো?
Ans: অনলাইনে @wbbpe.org অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টেট ২০২২-এর রেজাল্ট চেক করা যাবে।
2) প্রাইমারি টেট রেজাল্ট কবে প্রকাশিত হবে?
Ans: ১০ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে।