আপনার কি ফার্মেসিতে ডিপ্লোমা(WB Diploma Admission 2023) করার ইচ্ছা আছে? তাহলে এই রাজ্যেই পাবেন সে সুযোগ। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে চলতি বছরের জুলাই মাসে এই বিষয়ে(Diploma in Pharmacy Admission) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সম্প্রতি এই কোর্সে ভর্তি(WB Pharmacy Diploma Admission 2023) এবং কাউন্সিলিং সংক্রান্ত বিষয়ে আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কোথায় ক্লাস করানো হবে?
রাজ্যের বাঁকুড়া, জলপাইগুড়ি এবং কল্যাণীর ইনস্টিটিউট অফ ফার্মেসিতে এই ডিপ্লোমা কোর্স করানো হবে।
মোট আসন কতগুলি?
এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মোট ২০৭ টি আসন রয়েছে।
আবেদনের সময়সীমা কত?
২৬ শে সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে আগামী 5ই অক্টোবর পর্যন্ত আবেদন করার পোর্টাল চালু থাকতে পারে
এপ্লিকেশন ফি কত?
অ্যাপ্লিকেশন ফি হিসেবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
যে সমস্ত শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা, জীববিদ্যা এবং রসায়ন ছিল উচ্চ মাধ্যমিক স্তরে বা সমতুল্য পরীক্ষায় এই বিষয়গুলি নিয়ে উত্তীর্ণ হয়ে থাকলে তারাও এই বিষয়টি নিয়ে ডিপ্লোমা করার সুযোগ পাবেন।
কিভাবে ভর্তি নেওয়া হবে?
মেধার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের(West Bengal Health and Family Welfare Department) অফিসিয়াল ওয়েবসাইটে।