HomeGovt Schemeপ্রকাশিত হল ২০২৩ নতুন ভোটার কার্ড তালিকা, নিজের নাম চেক করুন লিস্টে

প্রকাশিত হল ২০২৩ নতুন ভোটার কার্ড তালিকা, নিজের নাম চেক করুন লিস্টে

প্রকাশিত হলে ২০২৩ সালের নতুন ভোটার তালিকা। এছাড়া এই বছর ভোটার তালিকার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এই মুহূর্তে যারা নতুন ভোটার তালিকায় নাম তুলতে পারেননি তাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হবে।

এর আগে বছরের নির্দিষ্ট একটি সময়কে(1 January) ধরেই ভোটার তালিকা প্রকাশ করা হতো। ফলে কোন ব্যক্তি যদি মাত্র হাতে গোনা কিছুদিনের জন্য বয়সের গণ্ডি পার না করতে পারতেন তবে তাকে পরবর্তী বছরের জন্য অপেক্ষা করতে হতো। তবে ভোটার তালিকায় নাম তোলার নতুন নিয়মেএ বছরে মোট চারবার নাম তোলা হবে। এছাড়া বছরের মোট চারবার ভোটার তালিকাও প্রকাশ করা হবে।

৫ই জানুয়ারিতে ০১/০১/২০২৩ তারিখ হিসাবে বয়স গণনা করে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।এবার থেকে বছরে ৪ বার তালিকা প্রকাশিত হবে।  ফাইনাল তালিকায় কতজন ব্যক্তিদের নাম আছে এবং কতজন ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে সে বিষয়েও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নীচে বিস্তারিত আলোচনা করা হলো।

Continuous Updation Programme, 2023

নতুন ভোটার কার্ডে আবেদন করার জন্য আপনাকে ৬ নম্বর ফর্মটি পূরণ করতে হবে। কোন রকম সংশোধন করার জন্য ৮ নম্বর ফর্মটি পূরণ করতে হবে।

কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করবেন?

  • ভোটার তালিকা ডাউনলোড করার জন্য আপনাকে NVSP অনলাইন পোর্টালে যেতে হবে।

  • এরপর Download Electoral Pdf অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে আপনার রাজ্য(State) বেছে নিতে হবে। এরপর Voter List লেখা আইকনে ক্লিক করতে হবে।

  • এরপর আপনার রাজ্যের ইলেকশন অফিস এর সাইট খুলে যাবে। এবং ভোটার তালিকা ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন।
  • পরবর্তী পেজে আপনার জেলার(District) নামটি সিলেক্ট করে নিতে হবে।
  • এরপর এসেম্বলি(AC) সিলেক্ট করতে হবে। এবং Final Roll-এ ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে। Captcha কোড ক্লিক করলে নতুন ভোটার তালিকা PDF আঁকারে ডাউনলোড করে নিতে পারবেন।
HomepageLink
Official Websiteceowestbengal.nic.in
Direct linkClick here

যদি আপনার বয়সে কিছুদিন পরে ১৮ হতে চলেছে, এবং এখনো পর্যন্ত ভোটার তালিকায় নাম ওঠেনি – তবে চিন্তা করার কিছু নেই। এই বছরে আরও ৩বার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ বছরে ৪ বার এবার থেকে ভোটার তালিকা প্রকাশিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular