Homeঅন্যান্যটানা ১০ দিন ছুটিসহ মোট ৬৫ দিনের ছুটির তালিকা ঘোষণা রাজ্য সরকারের,...

টানা ১০ দিন ছুটিসহ মোট ৬৫ দিনের ছুটির তালিকা ঘোষণা রাজ্য সরকারের, জানুন বিশদে

প্রতিবছর নির্দিষ্ট রাজ্য সরকারের পক্ষ থেকে সেই রাজ্যের স্কুলগুলির শিক্ষক ও ছাত্রদের জন্য ছুটির তালিকা প্রকাশ করা হয়। বিভিন্ন ধর্মীয়, সামাজিক উৎসব, বিভিন্ন বিখ্যাত মনীষীদের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে এই ছুটির দিন নির্ধারণ করা হয়। গ্রীষ্মের ছুটি হিসেবেও একটানা বেশ কয়েক দিন ছুটি দেওয়া হয়। যে সকল রাজ্যে মাত্রাতিরিক্ত ঠান্ডা পড়ে, সে সমস্ত রাজ্যে ঠান্ডার কারণেও কিছুদিনের জন্য স্কুল ছুটি দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal State Government) পক্ষ থেকে ও আগামী শিক্ষাবর্ষ , অর্থাৎ ২০২৩ এর স্কুলের ছুটির তালিকা (Holiday list 2023) প্রকাশ করা হয়েছে। গরমের ছুটি, পূজোর ছুটির সাথে বিভিন্ন আঞ্চলিক অনুষ্ঠানের কারণেও ছুটির দিন নির্ধারণ করা হয়েছে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করেন। তাই সকলের কথা মাথায় রেখেই ছুটির তালিকা তৈরি করা হয়েছে। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এ বছরে ছুটির সংখ্যা ৬৫ দিনের বেশি হবে না। তার সাথে বছরের ৫২ টি রবিবার যোগ করলে স্কুলের ছাত্র-ছাত্রীরা বেশ অনেকদিন ছুটি পাবে সারা বছরে।

প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই ৬৫ টি ছুটির দিনের মধ্যে একটানা ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে গরমের ছুটি হিসেবে।

পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশ করা ছুটির তালিকা দেখে নিন। (Wb school holiday list)

  • ১লা জানুয়ারি: ইংরেজি নববর্ষ।
  • ১২ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী।
  • ২৩শে জানুয়ারি, নেতাজি জন্মজয়ন্তী*
  • ২৫শে জানুয়ারি, সরস্বতী পুজোর আগের দিন।
  • ২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো
  • ১৪ই ফেব্রুয়ারি, পঞ্চানন বর্মার জন্মদিবস।
  • ১৮ই ফেব্রুয়ারি, শিবরাত্রি।
  • ৭ই মার্চ, দোলযাত্রা।
  • ৮ই মার্চ, হোলি এবং সবে-ই-বরাত।
  • ১৯শে মার্চ, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী।
  • ৪ঠা এপ্রিল, মহাবীর জয়ন্তী।
  • ৭ই এপ্রিল, গুড ফ্রাইডে।
  • ১৪ই এপ্রিল, বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী।
  • ১৫ই এপ্রিল, বাংলা নববর্ষ।
  • ২১শে এপ্রিল, ইদ-উল-ফিতরের আগেরদিন।
  • ২২শে এপ্রিল, ইদ-উল-ফিতর।
  • ১লা মে, মে দিবস।
  • ৫ই মে, বুদ্ধপূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী।
  • ৯ই মে, রবীন্দ্র জয়ন্তী।
  • ২৪শে মে থেকে ৪ জুন, গরমের ছুটি।
  • ২০শে জুন, রথযাত্রা।
  • ২৯শে জুন, বকরি ইদ।
  • ২৯শে জুলাই, মহরম।
  • ১৫ই অগস্ট, স্বাধীনতা দিবস (স্কুলে পালন করতে হবে)।
  • ৩০শে অগস্ট, রাখি পূর্ণিমা।
  • ৬ই সেপ্টেম্বর, জন্মাষ্টমী।
  • ২৯শে সেপ্টেম্বর, ফতোয়া-দোয়াজ-দাহাম।
  • ২রা অক্টোবর, গান্ধী জয়ন্তী।
  • ১৪ই অক্টোবর থেকে ১৬ নভেম্বর, দুর্গাপুজোর চতুর্থী থেকে ভাইফোঁটার পরদিন পর্যন্ত পুজোর জন্য ২৬ দিন ছুটি থাকবে
  • ১৫ই নভেম্বর, বিরসা মুন্ডার জন্মদিবস (পুজোর ছুটির মধ্যে অন্তর্গত)।
  • ১৯শে নভেম্বর, ছটপুজো।
  • ২০শে নভেম্বর, ছটপুজোর জন্য বাড়তি ছুটি।
  • ২৭শে নভেম্বর, গুরু নানকের জন্মজয়ন্তী।
  • ২৫শে ডিসেম্বর, বড়দিন।
    এছাড়াও কবি গুরু দাসের জন্মজয়ন্তী ৫ই ফেব্রুয়ারি, আদিবাসী সম্প্রদায়ের হূল উৎসব উপলক্ষে 30 শে জুন এবং ইস্টান Saturday এর জন্য ৮ই এপ্রিল সহ আরো দু একদিন ছুটি থাকবে।

তালিকা প্রকাশের সাথে সাথে আর জানানো হয়েছে যে প্রয়োজনে ভবিষ্যতে ছুটির দিনগুলো পরিবর্তিত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular