HomeJob updatesমাধ্যমিক পাশে বিভিন্ন পদে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে নিন।

মাধ্যমিক পাশে বিভিন্ন পদে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে নিন।

চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত সুখবর সম্প্রতি কৃষি বিজ্ঞান কেন্দ্র, কল্যাণ, পুরুলিয়ার তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। (WB Krishi Vigyan Kendra

পদের নাম (Post Name)-

Stenographer

মোট শূন্যপদ (Total Vacancy)-

মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)-

যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার অপারেটিং -এ জ্ঞান থাকা প্রয়োজন।

বেতন (Salary)-

Stenographer পদের ক্ষেত্রে মাসিক ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা +২,৪০০ টাকা গ্রেড বেতন দেওয়া হবে।

বয়সসীমা (Age Limit)-

নুন্যতন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৬ বছর।

পদের নাম (Post Name)-

Driver

মোট শূন্যপদ (Total Vacancy)-

মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)-

যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ পরিবহন দপ্তর স্বীকৃত বৈধ ড্রাইভিং থাকা প্রয়োজন।

বেতন (Salary)-

মাসিক বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা +২,০০০ টাকা গ্রেড পে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

বয়সসীমা (Age Limit)-

নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর।

পদের নাম (Post Name)-

Skilled Support Staff

মোট শূন্যপদ (Total Vacancy)-

মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)-

যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ অথবা যেকোনো স্বীকৃত ITI প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ডিগ্রী থাকা প্রয়োজন।

বেতন (Salary)-

মাসিক বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা + ১,৮০০ টাকা গ্রেড পে ।

বয়সসীমা (Age Limit)-

নুন্যতন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর।

আবেদন পদ্ধতি (Application Process)-

কৃষি দপ্তরে চাকরির ক্ষেত্রে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সংস্থা থেকে যে আবেদন পত্রটি দেওয়া হয়েছে সেটি নির্ভুলভাবে প্রয়োগ পূরণ করে সেল্ফ অ্যাটেস্টেড সহ প্রয়োজনীয় নাথিপত্র নির্দিষ্ট দপ্তরের অফিসে জমা দিতে হবে। একটি মাত্র চাকরিপ্রার্থী একবারি একটি পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন ফি (Application Fee)-

তপশিলি জাতিভুক্ত আবেদনকারী, মহিলা আবেদনকারী, পূর্বে কর্মরত আবেদনকারী এবং প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে কোন রকম আবেদন ফি লাগবে না। অন্যান্য আবেদনকারীদের ২০০ টাকা আবেদন ফি লাগবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা-

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

The Secretary, Krishi Vigyan Kendra, Kalyan, P.O.-Vivekanandanagar, District : Purulia, West Bengal, PIN-723147

আবেদনের শেষ তারিখ (Application Last Date)- ২০ জুলাই, ২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular