দার্জিলিং এর ফাঁসিদেওয়ার বাবুজাগিবন রাম ছাত্রাবাসে তফসিলি জাতিভুক্ত মেয়েদের হস্টেলে সম্প্রতি চাকরির কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। প্রধানত চুক্তিভিত্তিক এই নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (WB Hostel Superintendent Recruitment 2023)
নোটিশ নং:
1347/BCW
1. পদের নাম:
Superintendent
মোট শূন্যপদ:
মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতা:
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ (Graduated) হয়ে থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
i) প্রার্থীদের বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থী মাসিক 12,000 টাকা বেতন হিসেবে পাবেন।
2. পদের নাম:
Matron
মোট শূন্যপদ:
মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের কেবলমাত্র মাধ্যমিক পাশ (Madhyamik Passed) করে থাকতে হবে।
বয়সসীমা:
i) আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীরা মাসিক 8,000 টাকা বেতন হিসেবে পাবেন।
বিঃ দ্রঃ: একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
নোটিশ প্রকাশের তারিখ:
24/08/2023
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি থেকে আবেদনপত্র সংগ্রহ করে নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা:
The Office of the PO-cum-DWO,
BCW & TD, Siliguri,
Shivmandir. P.O.- Kadamtala,
Dt.-Darjeeling,
PIN- 734011
প্রয়োজনীয় নথিসমুহ:
- 1. পরিচয়পত্র(Identification Card)
- 2. বয়সের প্রমাণপত্র(Birth Certificate)
- 3. শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification)
- 4. কাস্ট সার্টিফিকেট(Caste Certificate)
আবেদনের সময়সীমা:
আগামী 15/09/2023 তারিখের বিকেল 5 টার মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh