HomeJob updatesরাজ্যে হোমগার্ড পদে নিয়োগ শুরু হলো। শূন্যপদের সংখ্যা সহ অন্যান্য বিষয়ে জেনে...

রাজ্যে হোমগার্ড পদে নিয়োগ শুরু হলো। শূন্যপদের সংখ্যা সহ অন্যান্য বিষয়ে জেনে নিন।

রাজ্যে যাঁরা বহুদিন ধরে চাকরি খুঁজছেন তাঁদের জন্য সুখবর। রাজ্যের চাকরিপ্রার্থীদের (Job Seekers) জন্য সুখবর। রাজ্যে অনেকগুলি শূন্যপদে হতে চলেছে নিয়োগ। আর এই নিয়োগের কর্মসূচি সারা হবে দীপাবলি ও ভাইফোঁটার ছুটির মরশুমেই। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি এমন ঘোষণা করেছেন। এই নিয়োগ হতে চলেছে হোমগার্ড (Home Guard) পদের জন্য। জেনে নিন বিস্তারিত।

রাজ্যে এখন চলছে কালীপূজা এবং দীপাবলীর মরশুম।আনন্দে মেতেছে পুরো রাজ্যবাসী। এরপরেই আসবে জগদ্ধাত্রী পূজা। পুজোর মরশুমে ভীড় বাড়বে মানুষের। রাস্তায় নামবে মানুষের ঢল আর সেই ভীড়কে সামাল দিতে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক হোমগার্ড। হ্যাঁ তবে এই নিয়োগ হবে অস্থায়ী। মোট ১২৫০ জনকে করা হবে নিয়োগ। দৈনিক ৫৮২ টাকা করে পাবেন কর্মীরা।

স্বাভাবিভাবেই এই নিয়োগের খবরে খুশি সকলেই। এতদিন পরে খুশির জোয়ার আসতে চলেছে অনেক চাকরিপ্রার্থীদের (Job Seekers) জীবনে। তবে নিয়োগের আবশ্যিক যোগ্যতা সহ সমস্ত বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলা হয়নি তবে কালীপুজোর মরশুম শেষের আগেই এই নিয়োগ করা হবে বলেই জানা যাচ্ছে।

-Written by Riya Ghosh

See also  WBPSC New Recruitment 2023: পাবলিক সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি! মাস গেলে পাবেন মোটা টাকার মাইনে। জেনে নিন বিস্তারিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular