HomeJob updatesস্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন।

স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে (WB Health Recruitment) নুন্যতম মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ। যদি আপনি পশ্চিমবঙ্গের কোনো মহকুমার স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হয়ে থাকেন তাহলেই একমাত্র আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সহ সমস্ত বিষয়ে জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

পদের নাম:

সামাজিক স্বাস্থ্য কর্মী।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীকে অবশ্যই নুন্যতম মাধ্যমিক পাশ (10th Passed) হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) প্রার্থীকে প্রথমে Official Website এ গিয়ে অথবা স্থানীয় Block Office এ গিয়ে আবেদনপত্র (Application Form) সংগ্রহ করতে হবে।
iii) এবারে আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করে তার সাথে জরুরি Documents যুক্ত করে নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে।

আবেদন পত্রের সঙ্গে যা যা ডকুমেন্টস (Documents) জমা করতে হবে:

  • 1. Birth Certificate or Admit Card of Madhyamik Examination
  • 2. Certificates of Educational Qualification
  • 3. Two Colouring Copies of Passport Size Photograph
  • 4. Aadhaar Card/Voter Card
  • 5. Caste Certificate (If Available)
  • 6. Daak Ticket of 5/- Rupees
  • 7. Marriage Certificate (If Available)
  • 8. Xerox Copy of Your Recent Voter List with Part Number, Serial number
  • 9. Proof of Being a Member of a Self-help Group
  • 10. Others
See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ:

01-08-2023 থেকে 31-08-2023 তারিখ পর্যন্ত আবেদন পত্র সরাসরি BDO অফিসে জমা করতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার সময়:

সকাল 11 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত আবেদন পত্র জমা করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া:

এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় (Secondary Exam) প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 90 নম্বর ও ইন্টারভিউ (Interview) এর জন্য 10 নম্বর, মোট 100 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।

অন্যান্য যোগ্যতা:

  • 1. আবেদনের জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে।
  • 2. অবশ্যই আবেদনকারীকে মহিলা (Female Candidate) হতে হবে।
  • বিঃ দ্রঃ: একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

বয়সসীমা:

i) প্রার্থীর বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে।
ii) সংরক্ষিত প্রার্থীদের (Reserved Category) জন্য 8 বছরের নূন্যতম বয়সের ছাড় দেওয়া হবে সুতরাং এক্ষেত্রে 22 বছর বয়স হলে আবেদন করতে পারবেন।

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) কিংবা নিজের এলাকার ব্লক অফিসে (Block Office) গিয়ে যোগাযোগ করুন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular