রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর। দুর্দান্ত এক নিয়োগের সুখবর। দামোদর ভ্যালি কর্পোরেশনের (Damodar Vally Corporation) তরফে জারি হলো কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন ভালোভাবে।
পদের নাম:
Executive Trainee
প্রার্থীর বয়সসীমা:
- i) আবেদনকারীর বয়স অবশ্যই ২৯ বছরের মধ্যে হতে হবে।
- ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
ইচ্ছুক প্রার্থীকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি (University) থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ (Graduation Pass) করে থাকতে হবে।
মাসিক বেতন:
মাসিক সর্বনিম্ন বেতন ৫৬,১০০/- টাকা থেকে শুরু।পরবর্তীকালে বেতন ১,৭৭,৫০০/- টাকা পর্যন্ত হতে পারে।
আবেদন পদ্ধতি:
- i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
- ii) প্রার্থীকে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি (Name, Mobile Number, Email Address) দিয়ে রেজিস্ট্রেশন (Registration) করতে হবে।
- iii) এছাড়া যাবতীয় তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি (Educational Qualification, Date of Birth, Gender, Address, Category) ইত্যাদি তথ্য দিয়ে ফর্ম ফিলাপ (Form Fillup) করতে হবে।
- iv) সমস্ত তথ্য দেওয়া হলে প্রার্থীকে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার (Colouring Passport Size Photo, Signature) এগুলি স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে।
- v) সব শেষে সাবমিট বাটনে ক্লিক (Click on Submit Button) করুন এবং আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট (Print Out the Registration after Download) বের করে ভবিষ্যতের জন্য সঙ্গে রাখুন।
আবেদনের সময়সীমা:
আগামী ২৩/০৭/২০২৩ তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।
Important Link
Official Website: Click Here
-Written by Riya Ghosh