HomeJob updatesরাজ্যের DM অফিসে গ্রুপ-সি পদে চাকরির সুযোগ। লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে...

রাজ্যের DM অফিসে গ্রুপ-সি পদে চাকরির সুযোগ। লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ। জানুন বিস্তারিত।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বাঁকুড়া জেলার L & LR এবং R R & R অফিসে অর্থাৎ District Magistrate অফিসে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। চুক্তিভিত্তিক এই নিয়োগের জন্য কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে করা হবে নিয়োগ। আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয়ে জেনে নিন বিস্তারিত।

নোটিশ নং:

1781(65) Estt.

নোটিশ প্রকাশ:

05/12/2023

পদের নাম:

Clerical Post Group-C

মোট শূন্যপদ:

মোট 100 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীদের অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী (Retired Government Employee) হতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্ব্বোচ 64 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত প্রার্থীরা মাসিক 10,000 টাকা করে বেতন হিসেবে পাবেন।

নিয়োগ প্রক্রিয়া:

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
  • ii) আবেদনের জন্য এখানে ফর্মের সাথে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট করে নিয়ে তা সঠিকভাবে পূরণ করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে।
  • iii) এরপর প্রার্থীকে নিজের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

Bankura Collectorate অফিসের গ্রাউন্ড ফ্লোরে থাকা ড্রপ বক্সে আবেদনপত্রটি জমা করে আসতে হবে।

আবেদনের সময়সীমা:

05/01/2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

ইন্টারভিউয়ের তারিখ:

15/01/2024 তারিখ।

ইন্টারভিউয়ের স্থান:

Office Chamber of Addi. District Magistrate (Gen.) Bankura

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular