যারা প্রাথমিকে শিক্ষকতা করার স্বপ্ন নিয়ে D.El.Ed কোর্স নিয়ে পড়ছেন তাদের জন্য রয়েছে একটি বিশেষ খবর। সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (D.El.Ed)-এর পরীক্ষা সূচি ঘোষণা করা হলো। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (wbbpe.org)-তে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
২০২১-২৩ শিক্ষাবর্ষের D.El.Ed Part 1 পরীক্ষার দিনক্ষণ(D.El.Ed Exam Date) প্রকাশ করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে কোন দিন কোন পরীক্ষা হবে, তাও তালিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে ২০১৯-২১ ও ২০২০-২২ শিক্ষাবর্ষের সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেটরাও D.El.Ed Part 1 পরীক্ষাতে বসতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৮ আগস্ট, ২২৩ তারিখ থেকে D.El.Ed Part 1 পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষা চলবে আগামী ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।
দুপুর ১২ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলবে পরীক্ষা।
পরীক্ষার রুটিন(D.El.Ed Part 1 Exam Routine)
২৮ অগাস্ট সোমবার: চাইন্ড স্টাডিজ
২৯ অগাস্ট মঙ্গলবার: প্রথম ভাষা
৩১ অগাস্ট, বৃহস্পতিবার: দ্বিতীয় ভাষা
১ সেপ্টেম্বর: পরিবেশ বিজ্ঞান
২ সেপ্টেম্বর: গণিত
এর আগে D.El.Ed এর পার্ট ওয়ান পরীক্ষা হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল শিক্ষার্থীদের মধ্যে। তবে পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার জন্য আশঙ্কা কেটেছে শিক্ষার্থীদের। আর কিছুদিন পর থেকে শুরু হতে চলেছে D.El.Ed এর part-1 এর পরীক্ষা।
পরীক্ষার আবেদন পত্র পূরণ করার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে। শিক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।