HomeJob updatesবর্তমানে রাজ্যে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে? জানুন বিস্তারিত

বর্তমানে রাজ্যে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে? জানুন বিস্তারিত

বর্তমানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন (Graduation) পাশে রাজ্যে বেশ কয়েক ধরনের চাকরিতে(WB Jobs 2023) নিয়োগ চলছে। এগুলি বেশিরভাগই রাজ্যের এবং কেন্দ্রের সরকারি চাকরি। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে এবং মেয়েরা শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন।

আজকের এই প্রতিবেদনে এমন 9টি চাকরির ব্যাপারে আলোচনা করব, যে চাকরির(WB Current Jobs 2023)আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে এবং পশ্চিমবঙ্গের যে কোন নাগরিক হলেই আপনারা আবেদন করতে পারবেন

১. WBPSC Food SI Recruitment 2023

পদের নাম: Food Sub-lnspector

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদ: 480 টি

আবেদনের শেষ তারিখ: 20/09/2023

মাসিক বেতন: 22,000 টাকা থেকে 58,500 টাকা

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

বয়সসীমা: 18-40 Year

Website: www.wbpsc.gov.in

Official Notice: Click Here

২. Doordarshan Kolkata Recruitment 2023

পদের নাম: Group-B, Group-C

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগে ডিগ্রী বা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

মোট শূন্যপদ: জানানো হয়নি।

আবেদনের শেষ তারিখ: 15/09/2023

বয়সসীমা: ২০ বছর থেকে ২৮ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Website: prasarbharati.gov.in

Official Notice: Click Here

৩. WEBCSC Recruitment 2023

পদের নাম: Accountant

শিক্ষাগত যোগ্যতা: B.Com ডিগ্রী থাকতে হবে। সাথে একাউন্টেন্সি, কম্পিউটার ট্যালি এবং ই পেমেন্টের বিষয়ে জ্ঞান থাকতে হবে।

মোট শূন্যপদ: ১ টি

আবেদনের শেষ তারিখ: 05/09/2023

মাসিক বেতন: 16,000 টাকা।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Website: www.webcsc.org

Official Notice: Click Here

৪. WB Powergrid Recruitment 2023

পদের নাম: Diploma Trainee (Electrical/Civil /Electronics)

শিক্ষাগত যোগ্যতা: তিন বছরের ফুল ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।

মোট শূন্যপদ: 425 টি

আবেদনের শেষ তারিখ: 23/09/2023

মাসিক বেতন: 27,500 টাকা

বয়সসীমা: সর্বোচ্চ ২৭ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

Website: www.powergrid.in

Official Notice: Click Here

৫. North 24 Pgs Recruitment 2023

পদের নাম: Block Data Manager

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।

মোট শূন্যপদ: 03 টি

আবেদনের শেষ তারিখ: 11/09/2023

মাসিক বেতন: 22,000 টাকা

বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Website: www.north24parganas.gov.in

Official Notice: Click Here

৬. Kolkata Police SI/Lady SI 2023

পদের নাম: Sub Inspector, Sergent

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।

মোট শূন্যপদ: 309 টি

আবেদনের শেষ তারিখ: 18/09/2023

বয়সসীমা: ২০ বছর থেকে ২৭ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Website: prb.wb.gov.in

Official Notice: Click Here

৭. Hindustan Copper(Kolkata) 2023

পদের নাম: Junior Manager

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তীর্ণ হতে হবে এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

মোট শূন্যপদ: 36 টি

আবেদনের শেষ তারিখ: 13/09/2023

মাসিক বেতন: 30,000 টাকা

বয়সসীমা: ২৩ বছর থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Website: hindustancopper.com

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

Official Notice: Click Here

৮. WBHRB Chemist Recruitment 2023

পদের নাম: Chemist

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিভাগে মাস্টার্স ডিগ্রী করা থাকতে হবে।

মোট শূন্যপদ: 05 টি

আবেদনের শেষ তারিখ: 15/09/2023

বেতন: প্রতি মাসে 39 হাজার 900 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

বয়সসীমা: ২১ বছর থেকে ৩৬ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Website: www.wbhrb.in

Official Notice: Click Here

 

৮. WBHRB Chemist Recruitment 2023

পদের নাম: কনস্টেবল (মহিলা/পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা:  Hs পাশ করতে হবে। 

মোট শূন্যপদ: 7547 টি

আবেদনের শেষ তারিখ: 30/09/2023

বেতন: প্রতি মাসে 21,700 হাজার 69,100 টাকা দেওয়া হবে।

বয়সসীমা: 20 বছর থেকে 25 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Website: www.ssc.nic

Official Notice: Click Here

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular