যে সমস্ত ছাত্রছাত্রীরা ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন, তারা কলেজে ভর্তি হতে পারবেন আগামী ১ জুলাই থেকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে আগামী ১ জুলাই তারিখ থেকে এডমিশন প্রক্রিয়া(WB College Admission 2023) শুরু হচ্ছে। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে কলেজে অ্যাডমিশন নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কলেজের স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে আগামী ১ আগস্ট থেকে। পাশাপাশি এবছর একটি নতুন নিয়ম চালু হয়েছে, যেটি ছাত্র-ছাত্রীদের জন্য খুবই উপকারী। এ বছর অনলাইনে এডমিশনের জন্য কোনরকম আবেদন মূল্য জমা করতে হবে না। আগে ছাত্রছাত্রীদের বিভিন্ন কলেজে আলাদা আলাদা এডমিশন করার সময় প্রত্যেকটি কলেজেই আলাদা করে আবেদনমূল্য জমা করতে হতো। এতে করে বহু টাকা খরচ হয়ে যেত। তবে এই বছর থেকে ছাত্রছাত্রীরা এই সমস্যা হাত থেকে মুক্তি পাবেন।
গত শুক্রবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের কলেজের এডমিশন প্রক্রিয়া। আগামী ১৫ জুলাই তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ২০ জুলাই এর মধ্যে প্রথম মেধা তালিকা প্রকাশ করতে হবে প্রত্যেকটি কলেজকে। আর তার ঠিক দশ দিন বাদেই ১ আগস্ট তারিখ থেকে শুরু হয়ে যাবে কলেজের প্রথম সেমিস্টারের ক্লাস।
পশ্চিমবঙ্গের কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত তারিখগুলো জেনে নিন সংক্ষেপে:
আবেদন শুরু: ১/৭/২০২৩
আবেদন শেষ: ১৫/৭/২০২৩
প্রথম মেধা তালিকা: ২০/৭/২০২৩
ভর্তির শেষ তারিখ: ৩১/৭/২০২৩
স্নাতক স্তরের ক্লাস শুরু: ১/৮/২০২৩
রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, কোন কলেজে এডমিশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবার পরেও যদি আসন ফাঁকা থাকে, তাহলে কলেজ চাইলে নির্দিষ্ট সময়ের পরেও দ্বিতীয় দফার এডমিশন পোর্টাল চালু রাখতে পারবে।
কলেজে ভর্তি সংক্রান্ত নির্দেশিকা:
- ১. মেধার ভিত্তিতে অনলাইনে এডমিশন করতে হবে।
- ২. অনলাইনে আবেদন করার জন্য বা প্রসপেক্টাস এর জন্য কোন রকম টাকা দেওয়ার দরকার নেই।
- ৩. অনলাইন বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমেই কলেজের ফি জমা দিতে হবে।
- ৪. যোগ্য প্রার্থীদেরকে চিঠি, ইমেইল বা টেলিফোনের মাধ্যমে কলেজে ভর্তির ব্যাপারে জানাতে হবে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে।
- ৫. ব্যাংকের মাধ্যমে বেতন দেওয়ার সময় যোগ্য প্রার্থীদের নাম ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে কলেজ কর্তৃপক্ষকে।
- ৬. আবেদন করার সময় সমস্ত প্রয়োজনীয় নথি অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে। তবে শিক্ষার্থীরা যখন কলেজে যোগদান করবেন, তখন কলেজ কর্তৃপক্ষ চাইলে সেই নথিগুলি দেখতে পারে। যদি কোন রকম গড়মিল ধরা পড়ে, তাহলে তার এডমিশন প্রক্রিয়া বাতিল হতে পারে।
- ৭. কোভিড বিধি মেনে আবেদন প্রক্রিয়া করতে হবে।