শিক্ষা দফতর সম্প্রতি রাজ্যে চারবছরের স্নাতক পাঠক্রমে যে ছাড়পত্র দিয়েছে তা মেনেই হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া (College Admission)। গত কয়েক দিন ধরেই কলকাতা বিশ্ববিদ্যালয় (Culcutta University) কর্তৃক তাঁদের সমস্ত কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক করেছিলেন। সেইখানেই সিদ্ধান্ত (Decision) নেওয়া হয় এটি। কী ঠিক হয়েছে বৈঠকে?
ওই বৈঠকে ঠিক হয়েছে ‘Curriculum and Credit Framework’ মেনেই সব কার্য সম্পাদন করা হবে। সিদ্ধান্ত মত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ অর্থাৎ এই বছর থেকেই চালু হয়ে যাবে এই পাঠক্রম। এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সেই নির্দেশিকায় বলা হয়েছে, স্নাতকে ‘Multiple Entry-exit’-এর সুবিধা থাকছে। পড়ুয়ারা স্নাতকে কিছু বিষয়কে ‘Major’ হিসেবে নিয়ে ভর্তি হওয়ার পর তিন বছরে কলেজ বা বিশ্ববিদ্যালয় (College or University) থেকে বেরিয়ে এলে ‘Major Graduate’ ডিগ্রি (Degree) পাওয়া যাবে।
এছাড়াও সাধারণভাবে যদি চারবছরে কোর্সটি সম্পূর্ণ করে পড়ুয়ারা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন, তা হলে মিলবে ‘Honours Graduate’ ডিগ্রি। উচ্চশিক্ষার পরবর্তী স্তরে শিক্ষার্থীরা পাবেন ‘Honours’ অথবা ‘Honours with Research’ ডিগ্রি।
মোট আটটি সেমেস্টার থাকবে এই পাঠ্যক্রমে। প্রতিটি সেমেস্টারের (Semester) সময়সীমা ছয় মাস। বিজোড় সেমেস্টার শুরু হবে জুলাই থেকে এবং জোড় সেমেস্টার শুরু হবে জানুয়ারি মাস থেকে। যদি কোনো শিক্ষার্থী এক বছর স্নাতক স্তরে পড়েন তাহলে তিনি পাবেন সার্টিফিকেট(Certificate), দু’বছর পড়লে ডিপ্লোমা(Diploma), তিন বছর থেকে ডিগ্রি (Degree) পাবেন।
এর পাশাপাশি বর্তমানে যাঁরা তিন বছরের অনার্স পড়ছেন, তাঁদের ডিগ্রিকে কিন্তু অনার্স ডিগ্রি (Honours Degree) বলেই ধরা হবে। চার বছরের অনার্স ডিগ্রি (Honours Degree) পড়তে গিয়ে যাঁরা শেষ বছরে গবেষণা করবেন, তাঁদের অনার্সের সঙ্গে ‘With Research’ এই কথাটি থাকবে। মনে রাখবেন যে কোনও ছাত্র বা ছাত্রী অনার্স নিয়ে পড়তে চাইলে তাঁর পূর্ববর্তী শেষ পরীক্ষায় (Previous Exam) মোট ৫০ শতাংশ নম্বর থাকতেই হবে।
এছাড়াও, যে বিষয়টি নিয়ে তাঁরা Honours পড়তে চান, সেই বিষয়ে ৪৫ শতাংশ নম্বর থাকতেই হবে। অথবা পূর্ববর্তী যোগ্যতা পরীক্ষায় বিষয় বা সংশ্লিষ্ট বিষয়ে ৫৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। Reserved Category তে Honours জন্য ছাত্রছাত্রীদের মোট ৪০ শতাংশ অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।
এ ছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত ছাত্রছাত্রীদের দ্বিতীয়, চতুর্থ বা ষষ্ঠ সেমেস্টারের শেষে একটি Credit Summer Internship করতে হবে। দ্বিতীয় সেমেস্টারের শেষে Internship সম্পন্ন করা ছাত্রছাত্রীদের পাঠক্রম থেকে প্রস্থান করার অনুমতি দেওয়া হবে এবং ৪৫ Credit-সহ Certificate প্রদান করা হবে।
Fourth Semester এর শেষে Internship সম্পন্ন করা শিক্ষার্থীদের কোর্স থেকে প্রস্থান করার অনুমতি দেওয়া হবে এবং ৮৮ ক্রেডিট-সহ Diploma প্রদান করা হবে। Sixth Semester শেষে Internship সম্পন্ন করা শিক্ষার্থীরা পাবেন Course থেকে প্রস্থান করার অনুমতি। ১৩২ ক্রেডিটের তিন বছরের ‘Single Major’ Degree প্রদান করা হবে।
-Written by Riya Ghosh