HomeJob updatesমোট শূন্যপদ ১৫০০টি! রাজ্যের স্বাস্থ্য দপ্তরে CHO পদে চাকরি, জানুন বিস্তারিত।

মোট শূন্যপদ ১৫০০টি! রাজ্যের স্বাস্থ্য দপ্তরে CHO পদে চাকরি, জানুন বিস্তারিত।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরে (Health Department) কর্মী নিয়োগের ঘোষণা করেছিলেন। সেইমত এবার ১৫০০ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হলেই এই শূন্যপদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (WB CHO Recruitment)

Employment No.:

SHFWS/2023/286

পদের নাম:

Community Health Officers (CHO)

মোট শূন্যপদ:

১৫০০ টি। (SC- ৩৩০ টি, ST- ৯০ টি, OBC (A)- ১৫০ টি, OBC (B)- ১০৫ টি, General- ৭৮০ টি, PwD- ৪৫ টি।)

শিক্ষাগত যোগ্যতা:

i) প্রার্থীকে West Bengal Nursing Counsil দ্বারা স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.Sc নার্সিং পাশ করে থাকতে হবে।
ii) চাকরিপ্রার্থীর নাম অবশ্যই West Bengal Nursing Counsil এ নথিভুক্ত (Enlisted) থাকতে হবে।
iii) প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা (Residant West Bengal) হতে হবে এবং বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।

মাসিক বেতন:

রাজ্যে সরকারের বেতন কমিশন অনুযায়ী মাসিক বেতন ২০,০০০/- টাকা।

বয়সসীমা:

i) আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) প্রার্থীরা West Bengal Health and Family Welfare Department, Kolkata এর Official Website এ গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন।
iii) এরপরে আবেদন ফি দেবার পরে এবং অনলাইনে (Online) আবেদনপত্রটি জমা দিতে হবে।
iv) এরপরে System Generated Slip ডাউনলোড করে নিতে হবে প্রার্থীকে।

আবেদন ফি:

i) Unreserved: ১০০/- টাকা
ii) Reserved: ৫০/- টাকা।
প্রার্থীদের জন্য এককালীন আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি:

i) Written Test
ii) Interview

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার তারিখ:

এই বিষয়ে পরে অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) জানিয়ে দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ২০ আগস্ট, ২০২৩

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular