কেন্দ্রীয় সরকারের সৃষ্ট ‘Ayush’ প্রকল্পের আওতায় থাকা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের (Employee Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতিসহ সমস্ত বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
Employment No.:
DH&FWS/JGM/2023/1909
১) পদের নাম:
Specialist Medical Officer (Paediatrics)
মোট শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনকারী প্রার্থীদের অবশ্যই West Bengal Medical Council এর অধীনে Registered হতে হবে।
ii) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের National Medical Council স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে Pediatric Medicine এর বিষয়ে Specialization সহ Masters in MBBS ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে সাপ্তাহিক তিন দিন ডিউটির ভিত্তিতে দৈনিক ৩০০০/- টাকা হিসেবে মাসিক বেতন প্রদান করা হবে।
বয়সসীমা:
আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।
২) পদের নাম:
Specialist Medical Officer (Medicine)
মোট শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের National Medical Council দ্বারা স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর (Masters) সহ MBBS ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
ii) প্রার্থীকে অবশ্যই West Bengal Medical Council এর অধীনে Registered হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে সাপ্তাহিক তিন দিন সময়মাফিক ডিউটির ভিত্তিতে দৈনিক ৩০০০/- টাকা হিসেবে মাসিক বেতন প্রদান করা হবে।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে।
৩) পদের নাম:
Accountant (Aayush)
মোট শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ সহ যদি Computer Operating এর বিষয়ে সাধারণ জ্ঞান (Basic Knowledge) থাকে তবেই তিনি আবেদনের যোগ্য।
মাসিক বেতন:
১২,০০০/- টাকা।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে।
৪) পদের নাম:
Specialist Medical Officer (Ophthalmologist)
মোট শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনকারীকে অবশ্যই West Bengal Medical Council এর অধীনে Registered হতে হবে।
ii) প্রার্থীদের National Medical Council দ্বারা স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে Diploma in Ophthalmogy তে স্নাতকোত্তর MBBS ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে সাপ্তাহিক তিন দিন ডিউটির ভিত্তিতে দৈনিক ৩০০০/- টাকা হিসেবে মাসিক বেতন প্রদান করা হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি:
আলাদা করে কোনো আবেদন করতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা ইন্টারভিউ নেওয়ার দিন সঠিক সময়ে নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র এবং অন্যান্য নথি গুলি সঙ্গে নিয়ে উপস্থিত হবেন।
ইন্টারভিউ নেওয়ার স্থান:
Sidho Kanho Hall,
Office of the District Magistrate,
Jhargram
ইন্টারভিউ নেওয়ার তারিখ:
আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য ওয়েবসাইটের (Website) সাহায্য নিতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh