HomeJob updatesমাসিক বেতন 17,000 টাকা! রাজ্যে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সুপারভাইজার পদে চাকরি

মাসিক বেতন 17,000 টাকা! রাজ্যে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সুপারভাইজার পদে চাকরি

সরকারি কর্মচারীদের জন্য সুখবর। কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে WAPCOS Project এর চাকরিতে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো প্রান্তের প্রার্থীরা এবং পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পদগুলির জন্য।

পদের নাম: Field Supervisor

মোট শূন্যপদ: এখানে মোট ১২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন: চাকুরীরত প্রার্থীরা প্রত্যেক মাসে ১৪ হাজার টাকা থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।

আবেদন শুরু ও শেষ: আবেদন শুরু বা আবেদন শেষের কোন সময়সীমা নেই, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৩ হিসেবে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।

আবশ্যিক যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electrical Engineering/Electronics and Communication/ Electronics and Instrumentatio/Electrical and Electronics/-এ Diploma বা B.E. বা B.Tech করা থাকতে হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি: যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ দেবেন, তাদেরকে ইন্টারভিউ এর ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে। জাতিগত শংসাপত্র থাকলে নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার মিলবে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

আবেদন মূল্য: অফিসিয়াল নোটিশে এই বিষয়ে কিছু বলা হয়নি।

আবেদন পদ্ধতি: আগামী ৪ই ও ৫ই ফেব্রুয়ারি নির্দিষ্ট ঠিকানায় বায়োডাটা এবং আনুষঙ্গিক ডকুমেন্ট নিয়ে গিয়ে সরাসরি ইন্টারভিউ দিয়ে প্রার্থীরা চাকরি করার সুযোগ পাবেন।

ইন্টারভিউ স্থান: WAPCOS Project Office, Lucknow, 3/309, Vikrant Khand, Gomit Nagar, Lucknow ( UP)-226010

ইন্টারভিউ এর তারিখ: ৪ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি, ২০২৩।

ইন্টারভিউ এর সময়: সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে।

আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

অফিসিয়াল নোটিশ: Download Now

অফিসিয়াল ওয়েবসাইট: http://www.wapcos.gov.in/

পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক, তাদের উক্ত ঠিকানাতে নির্দিষ্ট দিনে পৌঁছে ইন্টারভিউ প্রক্রিয়ার সম্পূর্ণ করতে হবে।

RELATED ARTICLES

Most Popular