HomeNewsPSC অফিসে "বলো হরি হরি বোল" কীর্তনে আন্দোলন, প্রকাশিত হচ্ছে এই চাকরিগুলি...

PSC অফিসে “বলো হরি হরি বোল” কীর্তনে আন্দোলন, প্রকাশিত হচ্ছে এই চাকরিগুলি শীঘ্রই

৬ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সামনে হয়ে গেলো বেকার ছাত্রছাত্রীদের আন্দোলন।WBPSC অভিযান নামের এই আন্দোলনের প্রধান দাবি ছিলো স্বচ্ছভাবে নিয়োগ থেমে থাকা নিয়োগগুলির সম্পুর্ন করা এবং নতুন নিয়োগ প্রকাশিত সহ একগুচ্ছ দাবি।

এবারের আন্দোলনে অভিনব পদ্ধতিতে আন্দোলন করলেন চাকরিপ্রার্থীরা। খই ছড়িয়ে ঢোল বাজিয়ে “বলো হরি হরিবোল” ছন্দে একটানা আন্দোলন চালালেন প্রার্থীরা।

আন্দোলনের শেষ মুহুর্তে আন্দোলনকারীদের মধ্যে এক প্রতিনিধি পিএসসি অফিস লিখিত দাবি জানিয়ে সেখান থেকে বেরিয়ে নতুন নিয়োগ সম্পর্কে জানান যেগুলি পিএসসি থেকে জানানো হয়েছে।

পি.এস.সি কর্তৃপক্ষ যা বলেছেন:

১) আই সি ডি এস সুপারভাইজার প্রোমোশন, ক্লার্কশিপ MSP, স্কুল SI নন জয়েনিং আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ হবে।

২) WBCS (Ex) 2023, মিসলেনিয়ার্স ও ফুড SI এর নুতন নোটিফিকেশন ফেব্রুয়ারি মার্চ মাসে বেরুনোর সম্ভাবনা।

৩) ক্লার্কশিপের ২০১৯ এর নন জয়েনিং এর জন্য পি এস সি প্রতি ডিপার্টমেন্টে চিঠি পাঠাবে।

৪) আই সি ডি এস সুপারভাইজার এর নাম্বার ( সিলেক্টেড নন সিলেক্টেড) দ্রুত প্রকাশ করবে। এবং নন জয়েনিং থাকলে তার লিস্ট ও পরে দেবে।

See also  HS Exam: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড়ো খবর! আর ৩ বছর নয়, এবার থেকে ৪ বছর লাগবে স্নাতক করতে।

৫) EWS ও বয়সের ছাড়ের জন্য পি এস সি সরকারের কাছে আবেদন করেছে। সরকার যা সিন্ধান্ত দেবে সেটা হবে।

৬) আগামী কয়েক দিন পর ওয়ার্কস একাউন্ট সার্ভিসের পরীক্ষা নোটিশ দেবে ।

৭) WBCS(Ex) 2022 প্রিলির রেজাল্ট ২০ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করবে।

এখন দেখার আদেও পাবলিক সার্ভিস কমিশন তাঁদের এই আশ্বাস রাখেন কিনা।অনেক প্রার্থীরা মনে করছেন আন্দোলনকে কিছুদিনের জন্য দমিয়ে দেওয়ার জন্য পি.এস.সি এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যাতে সকলে শান্ত হয়।

আন্দোলনকারীদের মধ্যে একাংশের মতে পাবলিক সার্ভিস কমিশন তাঁদের বক্তব্য শীঘ্রই পূর্ণ না করলে দ্রুত আবারও আন্দোলন করা হবে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular