HomeJob updatesরাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের বিবেকানন্দ মডেল স্কুলে (Vivekananda Model School) শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চশিক্ষিত হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Indian Citizen or Resident of West Bengal) হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। (Vivekananda Model School Vacancy 2023)

নিয়োগ বোর্ড:

Vivekananda Model School

পদের নাম:

Principal and Assistant Teacher

শূন্যপদের সংখ্যা:

এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি।

আবশ্যিক যোগ্যতা:

i) Principal:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অন্তত 5 বছরের অভিজ্ঞতা সহ ইংরেজিতে স্নাতকোত্তর (Masters in English) থাকতে হবে।

ii) Assistant Teacher:

এই পদে আবেদনের জন্য বিজ্ঞান, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং অঙ্ক বিষয়ে স্নাতক (Graduated in any one subject like Science, English, General Knowledge, Mathematics) এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অন্তত 5 বছরের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

বেতন:

বেতনের বিষয়টি আলোচনাসাপেক্ষ।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে বলা সমস্ত খুঁটিনাটি বিষয় পড়ে ফেলতে হবে।
iii) এরপরে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য সমেত নির্দিষ্ট Email ID তে আবেদন করতে হবে অথবা বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বরেও যোগাযোগ করতে পারেন।

আবেদনের শুরুর তারিখ :

27/10/2023

আবেদনের শেষ তারিখ :

07/11/2023

এই প্রসঙ্গে আরো বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular