HomeJob updatesবিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নতুন চাকরির নোটিশ, বিস্তারিত জেনে নিন।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নতুন চাকরির নোটিশ, বিস্তারিত জেনে নিন।

সম্প্রতি প্রকাশিত হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) কর্তৃপক্ষের তরফে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যার জন্য আবেদন করতে পারবেন সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা। আবেদন পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

Employment No.:

VU/R/Advt./01/2023

১) পদের নাম:

Controller of Examinations

মোট শূন্যপদ:

১ টি।

শিক্ষাগত যোগ্যতা:

  • i) আবেদনকারীকে ন্যূনতম ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্ৰীপ্রাপ্ত (Masters Degree) হতে হবে।
  • ii) এছাড়াও আবেদনকারী প্রার্থীর এজিপিতে Senior Lecturer, Reader, Assistant Professor হিসেবে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীর বেতন হবে ১,৪৪,২০০/- টাকা।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীদের বয়স নূন্যতম ৪০ বছরের ঊর্ধ্বের হতে হবে।

২) পদের নাম:

University Engineer

মোট শূন্যপদ:

১ টি।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম ৫৫% নম্বর সহ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (Graduated in Engineering) এবং কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হিসেবে ৭৯,৮০০/- টাকা দেওয়া হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স নূন্যতম ৩৫ বছরের ঊর্ধ্বের হতে হবে।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
  • ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে আবেদন পত্র এবং অন্যান্য জরুরি তথ্য সমেত নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদন ফি:

আবেদনকারীদের ব্যাঙ্ক ড্রাফটের (Bank Draft) মাধ্যমে ৮০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

The Registrar,

Vidyasagar University,

Midnapore – 721702,

Paschim Medinipur, West Bengal

আবেদনের শেষ তারিখ:

১ ডিসেম্বর, ২০২৩

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular