সম্প্রতি রাজ্যের পশ্চিম মেদিনীপুরে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University) সাইবার সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করার সুযোগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। আবেদন করতে পারেন পড়ুয়া সহ কর্মরত মানুষেরাও। বিস্তারিত জেনে নিন।
কোর্সগুলো করানোর দায়িত্বে রয়েছেন কারা?
শিক্ষা প্রতিষ্ঠানের CCAE অর্থাৎ Center for Continuing and Adult Education এই কোর্সগুলি করানোর দায়িত্বে রয়েছেন।
কোর্সের মধ্যে কোন কোন বিষয় বর্তমান?
যে বিষয়গুলি পড়ানো হবে সেগুলি হলো:
i) Santali Language
ii) AI for all বা Artificial Intelligence:
a) Chatgpt,
b) Cyber Security,
c) Cyber Crime and Cyber Law
বিষয়গুলির মধ্যে Artificial Intelligence একটি Certificate Course এবং বাকি দুটি Diploma Course হিসেবে পড়ানো হবে।
কোর্সের মেয়াদ:
i) Certificate Course: ৬ মাস
ii) Diploma Course: ১ বছর
আসন সংখ্যা:
i) সাঁওতালি ভাষা(Santali Language): ১০০ জন
ii) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফর অল:(AI for all: Chatgpt and Cyber Security) চ্যাট-জিপিটি এবং সাইবার সিকিউরিটি: ৫০ জন
iii) সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ল (Cyber Crime and Cyber Law): ৪০ জন
কোর্স ফি:
i) Santali Language and AI: ৫০০০/- টাকা।
ii) Cyber Security, Cyber Crime and Cyber Law: ১১,০০০/- টাকা।
যোগ্যতা:
i) AI:
আবেদনকারীকে নুন্যতম স্নাতক ডিগ্রি (Graduation Degree) অর্জন করে থাকতে হবে।
ii) Santali, Cyber Security, Cyber Crime and Cyber Law:
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ (Higher Secondary Passed) হলেই আবেদন করা যাবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড (Download) করে নিতে হবে।
iii) এরপরে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য সমেত আবেদন করতে হবে এবং আবেদনপত্র ও তথ্যাবলী নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্যও।
আবেদন ফি:
কোর্স ফি বাদে আবেদন ফি বাবদ ২০০/- টাকা ধার্য করা হয়েছে।
ভর্তির প্রক্রিয়া:
First Come First Serve অর্থাৎ প্রথমে যে আসবে তাকেই কিছু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ভর্তি নেওয়া হবে।
আবেদন করার শেষ তারিখ:
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh