যেসব পড়ুয়ারা Data Science বা English এর মতো আরো অনেক বিশেষ বিষয়ে সাময়িক কোনো কোর্স করতে উৎসুক, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ আনলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। শুধু একাধিক কোর্সের জন্য সুযোগই না, বরং বিষয়গুলিতে Diploma সহ Certificate Course করা যাবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে(Official Website)। বিস্তারিত জানলে হলে চোখ রাখুন এই প্রতিবেদনে।
সব ক’টি কোর্সই আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের Center for Continuting and Adult Education অর্থাৎ CCSE এবং বিভিন্ন বিষয়ের ওপরে কোর্স করার সুযোগ থাকছে। আসুন সমস্ত তথ্য জানার চেষ্টা করি। (Vidyasagar University Diploma and Certificate Course)
কোন কোন বিষয়ে কোর্স করানো হবে?
ইংরেজি, ঝুমুর থেকে শুরু করে অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট, এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ, ডেটা সায়েন্স, সাঁওতালি বিষয়ে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করা যাবে।
সমস্ত কোর্সের বিষয়ে বিস্তারিত ভাবে নিচে আলোচনা করা হলো।
1) কোর্সের নাম:
English for All:
কোর্সের ধরণ:
এই কোর্সটি একটি সার্টিফিকেট কোর্স(Certificate Course)।
সময়সীমা:
এর মেয়াদ ৬ মাস।
কদিন ক্লাস হবে এই কোর্সটির?
এই কোর্সের জন্য সপ্তাহে ২ দিন করে ক্লাস হবে।
আসন সংখ্যা:
৪০টি।
আবশ্যিক যোগ্যতা:
আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
কোর্সে ভর্তির মূল্য:
১৫০০/- টাকা।
2) কোর্সের নাম:
ঝুমুর(Jhumur)
কোর্সের ধরণ:
সার্টিফিকেট কোর্স(Certificate Course)।
আসন সংখ্যা:
২৫টি।
কোর্সের মেয়াদ:
তিন মাস
কদিন ক্লাস হবে?
শনি এবং রবিবার ক্লাস হবে।
আবশ্যিক যোগ্যতা:
আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণরা ভর্তি হতে হবে।
কোর্সের মূল্য:
২০০০/- টাকা।
3) কোর্সের নাম:
অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট।
আসন সংখ্যা:
৪০ টি।
কোর্সের ধরণ:
সার্টিফিকেট কোর্স(Certificate Course)।
কোর্সের মেয়াদ:
৬ মাস।
কদিন ক্লাস হবে?
দুদিন করে ক্লাস হবে, বিকেল ৪টে থেকে ৬টা অবধি।
কোর্সের মূল্য:
৬০০০/- টাকা।
4) কোর্সের নাম:
এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ।
কোর্সের ধরণ:
ডিপ্লোমা কোর্স(Diploma Course)।
কোর্সের মেয়াদ:
এক বছর।
কদিন ক্লাস হবে:
সপ্তাহে তিনদিন দুই ঘণ্টা করে ক্লাস হবে।
আবশ্যিক যোগ্যতা:
প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীবনবিজ্ঞান/ পুষ্টিবিদ্যায় বিএসসি ডিগ্রি (B.Sc Degree in Life Science or Nutrition) বা স্নাতকোত্তর ডিগ্রিযুক্ত হতে হবে।
আসন সংখ্যা:
৪০টি।
কোর্সের মূল্য:
৮০০০/- টাকা।
5) কোর্সের নাম:
ডেটা সায়েন্স(Data Science)।
কোর্সের ধরণ:
ডিপ্লোমা কোর্স(Diploma Course)।
কোর্সের মেয়াদ:
এক বছর।
কদিন ক্লাস হবে:
সপ্তাহে চারদিন দুই ঘণ্টা করে ক্লাস হবে।
আবশ্যিক যোগ্যতা:
আবেদনকারীর অবশ্যই সায়েন্স বিভাগে স্নাতক/ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে।
আসন সংখ্যা:
৪০টি।
কোর্সের মূল্য:
১২,০০০/- টাকা।
6) কোর্সের নাম:
সাঁওতালি(Santali)।
কোর্সের ধরণ:
ডিপ্লোমা কোর্স(Diploma Course)
কোর্সের মেয়াদ:
এক বছর।
কদিন ক্লাস হবে:
প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার ক্লাস হবে।
আবশ্যিক যোগ্যতা:
উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ (Higher Secondary Pass) হলেই আবেদন করা যাবে এই কোর্সের জন্য।
আসন সংখ্যা:
১০০টি।
আবেদন প্রক্রিয়া:
- i) আবেদনকারীকে সবার আগে প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Official Website) যেতে হবে।
- ii) ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে গিয়ে লিঙ্ক পাবেন।
- iii) লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড (Download) করুন।
- iv) আবেদন মূল্য দিয়ে দিতে হবে এই সময়েই।
- v) এবার আবেদনপত্রটি পূরণ করে আবেদনপত্র, টাকা জমা দেওয়ার নথি এবং অন্যান্য সকল প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে বা মেল করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন কবে?
আগামী ৭ই জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটটি (Official Website) দেখতে পারেন।
Important Links
Official Website: Click Here
-Written by Riya Ghosh