চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। পদের নাম, শূন্যপদের সংখ্যা ইত্যাদি বিষয়ে জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
- প্রকল্পের নাম:
Development of Feed Pellet Thermostable Newcastle Disease Vaccine - পদের নাম:
Young Professional - শূন্যপদের সংখ্যা:
1টি। - শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের Veterinary Science or Biochemistry / Biotechnology / Microbiology ইত্যাদির মধ্যে যেকোনো একটিতে Masters Degree থাকতে হবে। - বেতনক্রম:
নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে ২৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। - বয়সসীমা:
আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। - নিয়োগ প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। - আবেদন পদ্ধতি:
আলাদা করে কোনো আবেদনের দরকার নেই।
ইন্টারভিউ নেবার নির্দিষ্ট দিন প্রার্থীকে নিজের পরিচয়পত্র, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ছবি-সহ অন্যান্য নথি সঙ্গে উপস্থিত হতে হবে।
Official Website Link:
https://wbuafscl.ac.in/
আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।
-Written by Riya Ghosh