HomeJob updatesরাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, বেতন প্রতি মাসে ১৮ হাজার+

রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, বেতন প্রতি মাসে ১৮ হাজার+

পশ্চিমবঙ্গ সরকারের(West Bengal Government) স্বাস্থ্য এবং পরিবার কল্যান দপ্তরের পক্ষ থেকে ক্লিনিকাল সাইকোলজিস্ট, সাইকাট্রিক নার্স, কমিউনিটি নার্স, সানিটারি অ্যাসিস্ট্যান্ট সহ বেশ কয়েকটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

রাজ্যের উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে প্রার্থীদের।রাজ্যের যেকোনো যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

NHM-এর আওতায় নিয়োগের যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হলো।

পদের নাম-

ক্লিনিকাল সাইকোলজিস্ট
সাইকাট্রিক নার্স/ কমিউনিটি নার্স
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার
স্যানিটারি অ্যাসিস্টান্ট
অফথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট

মোট শূন্যপদ-

মোট ৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ক্লিনিকাল সাইকোলজিস্ট: ২
সাইকাট্রিক নার্স/ কমিউনিটি নার্স:১
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার:১
স্যানিটারি অ্যাসিস্টান্ট:২
অফথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট:১

মাসিক বেতন-

ক্লিনিকাল সাইকোলজিস্ট: ৩০০০০ টাকা।
সাইকাট্রিক নার্স/ কমিউনিটি নার্স ২৫০০০-২৮০০০ টাকা।
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার:৩৫০০০ টাকা
স্যানিটারি অ্যাসিস্টান্ট: ১০০০০ টাকা।
অফথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট: ১৮০০০ টাকা।

আবেদন শেষ-

১০/০৪/২০২৩

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

বয়সসীমা-

বিভিন্ন পদের জন্য প্রার্থীদের বয়সসীমা ভিন্ন। তবে ১৮ বছর থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবশ্যিক যোগ্যতা-

ক্লিনিকাল সাইকোলজিস্ট: প্রার্থীদের ক্লিনিকাল সাইকোলজিতে ডিগ্রি থাকতে হবে। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সাইকাট্রিক নার্স/ কমিউনিটি নার্স: Psychiatric Nursing এ B.Sc/M.Sc/DPN ডিগ্রি থাকতে হবে। অথবা, GNM নার্সিংয়ের সাথে ডিপ্লোমা করা থাকতে হবে Psychiatric nursing এ।

ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: Life Science এ B.Sc. এবং Management এ মাস্টার্স করা থাকতে হবে। MS Office এ দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

স্যানিটারি অ্যাসিস্টান্ট: প্রার্থীদের মাধ্যমিক পাশ হতে হবে। দুই বছর হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

অফথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট: Physics, Chemistry এবং Biology সাবজেক্ট সহ HS পাশ করে থাকতে হবে। দুই বছরের Paramedical Establishment licensed Ophthalmic Assistant Course এ Diploma করা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি-

আবেদনের ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা বিচার করে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

জেনারেল প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদনমূল্য ধার্য্য করা হয়েছে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

আবেদন পদ্ধতি-

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট একটি আবেদনপত্র দেওয়া আছে। সেটি ডাউনলোড করে পূরণ করতে হবে । তার সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সহযোগে নির্দিষ্ট ঠিকানায় মুখ বন্ধ খামে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা-

Office of the Chief Medical Officer of Health & Member Secretary
DH&FWS, Karnojora, Raiganj
Dist.- Uttar Dinajpur
PIN -233130.

Important Links

Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular