রাজ্যের উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার District Magistrate Office এর তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। বিভিন্ন পদে করা হবে নিয়োগ। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করুন। জেনে নিন বিস্তারিত।
নোটিশ নং:
1064 /DWSW/UD/Recruitment/2023
নোটিশ প্রকাশ:
02/08/2023
ছেলেদের জন্য যেসব যেসব শূন্যপদ রয়েছে সেগুলো হলো:
1. পদের নাম:
Office In Charge
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
2. পদের নাম:
Counsellor
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
3. পদের নাম:
Child Welfare Officer
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
4. পদের নাম:
House Mother/Father
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
5. পদের নাম:
Para Medical Staffs
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
6. পদের নাম:
Storekeeper Cum Accountant
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
7. পদের নাম:
Cook
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
8. পদের নাম:
Helper Cum Night Watchman
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
9. পদের নাম:
House keeper
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
অপরদিকে মেয়েদের জন্য যেসব শূন্যপদ রয়েছে সেগুলি হল:
1. পদের নাম:
Office In Charge
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
2. পদের নাম:
Counsellor
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
3. পদের নাম:
Child Welfare Officer
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
4. পদের নাম:
House Mother/Father
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
5. পদের নাম:
Cook
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
6. পদের নাম:
House keeper
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
7. পদের নাম:
Paramedical Staffs
শূন্যপদ:
এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
আবশ্যিক যোগ্যতা:
এখানে ভিন্ন ভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন।
বয়সসীমা:
i) উপরোক্ত প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। তবে সকল পদের ক্ষেত্রেই প্রার্থীকে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 42 বছর বয়সের মধ্যে হতে হবে।
ii) সরকারি নিয়মে সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
বেতনক্রম:
নিযুক্ত প্রার্থীকে তাঁদের পদ অনুযায়ী 12,000 টাকা থেকে 33,100 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের ওয়েবসাইটে (Website) গিয়ে নিজেদের নাম Register করে নির্দিষ্ট জরুরি তথ্য সহকারে আবেদনপত্রটি (Application Form) পূরণ করতে হবে।
নিয়োগ পদ্ধতি:
লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।
আবেদনের শেষ তারিখ:
31/08/2023 তারিখের বিকেল 5 টা পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য বিজ্ঞপ্তিটি (Notification) পড়ুন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh