HomeJob updatesরাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিপুল নিয়োগের নোটিশ, জানুন বিস্তারিত।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিপুল নিয়োগের নোটিশ, জানুন বিস্তারিত।

সম্প্রতি West Bengal Health and Family Welfare Department এর তরফে Uttar Dinajpur এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Indian Citizen aka Resident of West Bengal) হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে জেনে নিন বিস্তারিত।

পদের নাম:

1. Opthalmic Assistant (NPCB and VI) Under NHM
2. Community Health Assistant (CHA) Under NUHM
3. Hospital Attendant (NPHCE)
4. Multi Rehabilitation Worker (NPHCE)
5. Clinical Phycologist (NMHP) Under NHM
6. Laboratory Technician (NTEP)
7. TBHV (NTEP)
8. Medical Officer (RKSK)
9. Psychiatric Nurse (NHMP)
10. Staff Nurse (NMHP)
11. Laboratory Technician (Blood Service) Under NHM
12. Medical Officer (NUHM)
13. Block Epidemiological Studies Under XV-FC-BPHU for F, Y, 2023-2024

শূন্যপদ:

i) Ophthalmic Assistant:
6টি। (ST -01, OBC-A -01, UR-02, SC -01, OBC-B -01)
ii) Community Health Assistant:
6টি। (ST-01, UR -04, OBC-A -01)
iii) Hospital Attendant:
SC -01
iv) Multi-Rehabilitation Worker:
4টি। (OBC-A -01, OBC-B -01, ST -01, UR -01)
v) Clinical Psychologist:
2টি। (UR -01, SC -01)
vi) Laboratory Technician:
2টি। (ST -01, SC -01)
vii) TBHV:
UR -01
viii) Medical Officer:
UR -03
ix) Psychiatric Nurse:
UR -01
x) Staff Nurse:
UR -01
xi) Laboratory Technician:
ST -01
xii) Medical Officer:
UR -02
xiii) Block Public Health Manager:
ST -01
xiv) Block Epidemiology:
SC -01

আবশ্যিক যোগ্যতা:

i) Ophthalmic Assistant:

a) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই Physics, Chemistry এবং Biology বিষয় সহ উচ্চমাধ্যমিক (Higher Secondary) উত্তীর্ণ হতে হবে।
b) প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত দুই বছরের Diploma in Paramedical Ophthalmic Assistant/Diploma in Optometry and Opthalmic Technique এ কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে।
c) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হতে হবে।
d) প্রার্থীকে স্থানীয় ভাষা (Local Language) জানতে হবে।

ii) Community Health Assistant:

a) শুধুমাত্র মহিলা প্রার্থীরাই (Female Candidates) আবেদন করতে পারবেন।
b) আবেদনকারীকে অবশ্যই Indian Nursing Council এর মাধ্যমে ANM/GNM Course সম্পন্ন করতে হবে এবং Indian Nursing Council এর একজন Registered প্রার্থী হতে হবে।
c) প্রার্থীকে অবশ্যই উত্তর দিনাজপুরের বাসিন্দা (Resident of North Dinajpur) হতে হবে এবং স্থানীয় ভাষা (Local Language) জানতে হবে।

iii) Health Attendent:
a) প্রার্থীর নুন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ (Madhyamik Passed) হতে হবে।
b) সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম দুই বছরের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
c) প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হতে হবে এবং স্থানীয় ভাষা (Local Language) জানতে হবে।

iv) Multi Rehabilitation Worker:
a) ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Physiotherapy বিষয়ে স্নাতক ডিগ্রি (Graduated) অর্জন করে থাকতে হবে।
b) প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হতে হবে এবং স্থানীয় ভাষা (Local Language) জানতে হবে।

অন্যান্য পদের জন্য আবশ্যিক যোগ্যতা আলাদা। বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

বয়সসীমা:

প্রতিটি পদের জন্য বয়সসীমা আলাদা। বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

মাসিক বেতন:

i) Ophthalmic Assistant:

এই পদে নিযুক্ত ব্যক্তিদের মাসিক 18,000/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

অন্যান্য পদের ক্ষেত্রে মাসিক বেতন পৃথক। বিজ্ঞপ্তিটি পড়ুন।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে এ আবেদনের ফরম্যাট অনুযায়ী নিজের সমস্ত তথ্য সমেত আবেদন করতে হবে।

আবেদন মুল্য:

i) Unreserved Category: 100/- টাকা।
ii) Reserved Category: 50/- টাকা।

নিয়োগ প্রক্রিয়া:

প্রতিটি পদের ক্ষেত্রেই নিয়োগ প্রক্রিয়া আলাদা আলাদা। বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

আবেদন শুরুর তারিখ:

11/09/2023 তারিখের মধ্যরাত থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে।

আবেদন শেষের তারিখ:

আগামী 25/09/2023 তারিখ, মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন মুল্য জমা দেবার শেষ তারিখ:

আগামী 29/09/2023 তারিখ, মধ্যরাত পর্যন্ত আবেদন মূল্য জমা দেওয়া যাবে।

আবেদনপত্র সহ সমস্ত তথ্য জমা দেওয়ার শেষ তারিখ:

আগামী 04/10/2023 তারিখ, মধ্যরাত পর্যন্ত আবেদনপত্র সহ সমস্ত তথ্য জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular