HomeJob updatesUPSC-তে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত।

UPSC-তে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত।

UPSC অর্থাৎ Union Public Service Commission এর তরফে কর্মী নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন পদে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতার মাপকাঠি এবং বয়সসীমা রয়েছে। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

1. পদের নাম:

Assistant Director (Communication, Navigation & Surveillance)

শূন্যপদ:

মোট 2 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীদের Electronics or Electronics and Communication / Electronics and Telecommunication / Electronics and Electrical এ ডিগ্রি সহ 5 বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

বয়সসীমা:

আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত ব্যক্তিকে 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 11 অনুসারে বেতন দেওয়া হবে।

2. পদের নাম:

Specialist Grade III Assistant Professor (Endocrinology)

শূন্যপদ:

9 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীদের MBBS ডিগ্রি সহ Doctorate of Medicine (Endocrinology); or Diplomate National Board (Endocrinology) ডিগ্রি থাকতে হবে।
ii) এছাড়াও 3 বছরের সিনিয়র রেসিডেন্ট অথবা টিউটর (Senior Resident or Tutor) পদে অথবা সমতুল্য কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 11 অনুসারে বেতন দেওয়া হবে।

3. পদের নাম:

Specialist Grade III Assistant Professor (Pulmonary Medicine)

শূন্যপদ:

মোট 4 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীদের MBBS ডিগ্রি সহ Doctorate of Medicine (Pulmonary Medicine)/ Diplomate National Board (Pulmonary Medicine) ডিগ্রি থাকতে হবে।
ii) এছাড়াও এরসাথে প্রার্থীর 3 বছরের সিনিয়র রেসিডেন্ট অথবা টিউটর পদে (Senior Resident or Tutor) অথবা সমতুল্য কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

বয়সসীমা:

আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 11 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

4. পদের নাম:

Assistant Architect

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীদের আর্কিটেকচারে গ্র্যাজুয়েশন ডিগ্রি (Graduation Degree in Artitecture) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্বোচ্চ 33 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 8 অনুসারে বেতন দেওয়া হবে।

5. পদের নাম:

Driller-in-Charge

শূন্যপদ:

মোট 6 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীদের Drilling/Mining/Mechanical/Civil/Electrical Engineering/Petroleum Engineering তে ডিগ্রি থাকতে হবে।
ii) এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীর এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর সর্বোচ্চ বয়স 30 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 8 অনুসারে বেতন দেওয়া হবে।

6. পদের নাম:

Engineer & Ship Surveyor- Cum-Deputy Director General (Technical)

শূন্যপদ:

মোট 3 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীদের Marine Engineer Officer Class-I এ ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্বোচ্চ 50 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 12 অনুসারে বেতন দেওয়া হবে।

7. পদের নাম:

Ship Surveyor-Cum-Deputy Director General (Technical)

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীদের Naval Architecture এ ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সাথে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্বোচ্চ 48 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 12 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করে তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
iii) এরপরে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এবং আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য:

SC/ST/PwBD/Women ছাড়া বাকি প্রার্থীদের 25 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

নিয়োগ পদ্ধতি:

i) Written Exam
ii) Interview এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন শেষের তারিখ :

02/11/2023

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য বিজ্ঞপ্তিটি পড়ুন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular