প্রতিবছর আর্থিক বাজেট (Union Budget) পেশ করা হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে। ১ ফেব্রুয়ারি ২০২৩ সালে চলতি ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করা হলো। উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত প্রায় সকলেরই নজর থাকে বাজেটের দিকে। বাজেট পেশ হবার পরেই বোঝা যায় কোন কোন জিনিসের দাম কমছে এবং কোন কোন জিনিসের দাম বাড়ছে। এছাড়া ইনকাম ট্যাক্স, কর্মসংস্থান সহ আরো একাধিক তথ্য সামনে আসে বাজেটের মাধ্যমে।
১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি আর্থিক বছরের বাজেট পেশ করলেন। সামনে ২০২৪ সালে লোকসভার ভোট আছে, তার আগে রয়েছে ৯টি রাজ্যের বিধানসভা ভোট। এই ভোট আবহে প্রকাশ করা হলো আর্থিক বাজেট।
বাজেট প্রকাশের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে, “দেশের অর্থনৈতিক বৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে এই বাজেট পেশ হল। আমাদের দৃষ্টি অর্থনৈতিক সংস্কারের দিকে।….সাতটি বিশেষ লক্ষ্য এই বাজেটের। তাই এই বাজেটকে ‘সপ্তর্ষি’ হিসাবে দেখছি আমরা..”
তাহলে চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক চলতি আর্থিক বাজেটে কি কি পরিবর্তন হলো(Budget Highlights) এবং মধ্যবিত্তরা আদৌ কোন সুবিধা পাবেন কি?
১) ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় পাওয়া যাবে। এর আগে নাগরিকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর ছাড় পেতেন। বর্তমানে সেই পরিমাণ আরো দুই লক্ষ টাকা বাড়ানো হলো।
২) হস্তশিল্পের জন্য পিএম বিকাশ নামে নতুন প্রকল্প আনা হচ্ছে। শিল্প সামগ্রী বিক্রির ব্যবস্থা করবে সরকার এবং এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষজন।
৩) কৃষকরা যে সমস্ত সমস্যার মুখোমুখি হন সেই সমস্ত সমস্যার জন্য খরচ করা হবে।
৪) কৃষকদেরকে উৎপাদনের সঠিক দাম দেওয়ার ক্ষেত্রে সুবিধার জন্য ৬৩ হাজার প্রাথমিক কৃষি ক্রেডিট কার্ড সোসাইটিকে কম্পিউটারাইজড করা হবে। সমস্ত ডাটা সংরক্ষিত রাখা হবে। কৃষকেরা যাতে সঠিক দাম পান সেই বিষয়ে নজর রাখবে সরকার।
৫) ওষুধ উৎপাদনের গবেষণার ক্ষেত্রে জোট দেওয়া হবে।
৬) দেশজুড়ে আরো কয়েকটি নতুন নার্সিং কলেজ খোলা হবে।
৭) শিশু শিক্ষায় জোর দেওয়ার জন্য তৈরি হবে নতুন ডিজিটাল লাইব্রেরী।
৮) পশুপালন এবং মৎস্য চাষে উন্নতির জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো কেন্দ্র সরকারের পক্ষ থেকে।
৯) প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ অর্থ বৃদ্ধি পেয়ে হলো ৭৯ হাজার কোটি টাকা।
১০) রেলওয়ে ইন্ডিয়ার (Indian Railway) জন্য বরাদ্দ হলো ২.৪ লক্ষ কোটি টাকারও বেশি টাকা।
১১) একলব্য মডেল আবাসিক স্কুলে (Eklavya Model School) আগামী তিন বছরে প্রায় তিন লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য ৩৮ হাজার ৮০০ জন শিক্ষক নিয়োগ করা হবে।
১২) সেচ ব্যবস্থার উন্নতিতে কর্ণাটকে 5300 কোটি টাকার কেন্দ্রীয় সাহায্য করা হবে।
১৩) এবার থেকে ডিজিটাল ক্ষেত্রে মূল পরিচয়পত্র হিসেবে প্যান কার্ড কে গণ্য করা হবে।
১৪) রাজ্যগুলির উন্নতি প্রকল্পে ৫০ বছরের জন্য বিনা সুদের ঋণ দেওয়া হবে।
১৫) মহিলারা দু বছরের জন্য ২ লক্ষ টাকা সঞ্চয় করতে পারবেন এবং ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মহিলা সম্মানপত্র। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত টাকা জমা করা যাবে।
১৬) প্রবীণ নাগরিকদের জন্য Saving Scheme এ সর্বোচ্চ ডিপোজিট লিমিট ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হলো।
১৭) সিগারেটের দাম বাড়বে।
১৮) মোবাইল, টিভির প্যানেল ইত্যাদির অন্তঃশুল্কে ছাড় ঘোষণা করা হলো।
১৯) ৯ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ আয়কর কমে বর্তমানে ৪৫ হাজার টাকা কর দিতে হবে।
২০) মোবাইল, টিভির প্যানেল,সাইকেল ওয়ার্কশপে তৈরি হীরে, এলইডি টিভি, কাপড়, মোবাইলের চার্জার, খেলনা ইত্যাদির দাম কমবে।
২১) সোনা ,প্লাটিনাম,সিংগল বা মাল্টিপল লাউডস্পিকার,ঘরের জন্য কিচেন চিমনি ,হেডফোন/ইয়ারফোন,এক্স-রে মেশিন, বৈদ্যুতিন খেলনার পার্টস, ছাতা, রুপোর বাসনপত্র, বিদেশি পণ্য, ইমিটিশন জুয়েলারি ইত্যাদি দাম বাড়বে।
২২) আগে ডিফেন্স বাজেট ছিল ৫.২৫ লক্ষ কোটি টাকা, এই বরাদ্দ অর্থের মান বাড়িয়ে বর্তমানে করা হয়েছে ৫.৯৪ লক্ষ কোটি টাকা।
২৩) যুবকদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৪.০ এর আন্ডারে দেশের বিভিন্ন রাজ্যজুড়ে ৩০টি ইন্টারন্যাশনাল স্কিল সেন্টার গড়ে তোলা হবে।
২৪) সীমান্ত এলাকার গ্রামে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য জোর দেওয়া হবে।
২৫) পুরনো এবং দূষণ সৃষ্টিকারী গাড়িগুলি কে রিপ্লেস করার ক্ষেত্রে জোর দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।