HomeEducation Newsবুদ্ধিস্ট স্টাডিজ পাঠক্রমে রেজিস্ট্রেশন শুরু করলো UGC। জানুন বিস্তারিত।

বুদ্ধিস্ট স্টাডিজ পাঠক্রমে রেজিস্ট্রেশন শুরু করলো UGC। জানুন বিস্তারিত।

গত সোমবার ছিলো বুদ্ধ পূর্ণিমা (Buddha Purnima) আর সেইদিনই UGC -এর সচিব মামিডালা জগদেশ কুমার নতুন কোর্সের জন্য রেজিস্ট্রেশনের (Registration of New Course) কথা ঘোষণা করলেন। ‘বুদ্ধিস্ট স্টাডিজ’-এর এই কোর্সগুলি করানো হবে ইউজিসি-র স্বয়ম প্ল্যাটফর্মের মাধ্যমে। এই কোর্সের সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি সম্পুর্ণ পড়ুন।

‘বুদ্ধিস্ট স্টাডিজ’(Buddhist Studies)-এর মোট কটি কোর্সের রেজিস্ট্রেশন (Registration) শুরু হতে চলেছে?

UGC এর তরফে মোট চারটি কোর্সের রেজিস্ট্রেশন প্রক্রিয়া (Registration Process) শুরু হতে চলেছে।

স্বয়মে কী কী কোর্স করানো হয়?

যে কোর্সগুলি করানো হয়, সেগুলি হল:
i) History of Indian Buddhism বা ভারতীয় বৌদ্ধ ধর্মের ইতিহাস
ii) Buddhist Philosophy বা বৌদ্ধ দর্শন
iii) Abidamma বা পালি
iv) Buddhist Tourism বা বৌদ্ধ পর্যটন

কোর্সের মূল্য কত?

পড়ুয়ারা কোর্সগুলি বিনামূল্যে করতে পারবেন।

কোর্সের মেয়াদ কত?

কোর্সটি চলবে ১৫ সপ্তাহ এবং ৪০ ঘণ্টা সময় ধরে।

ক্লাস শুরু কবে থেকে?

আগামী ১লা আগস্ট থেকে শুরু হবে ক্লাস।

ক্লাস চলবে কতদিন অবধি?

আগামী ১৪ই নভেম্বর অবধি ক্লাস চলবে।

প্রতি কোর্সে ক্রেডিট নম্বর (Credit Number) থাকবে চার, যা পড়ুয়ারা ২০২১-এর ইউজিসি স্বয়মের নিয়মবিধি মেনে প্রয়োজন অনুসারে ট্রান্সফার (Transfer) করতে পারবেন।

আবেদন করতে হলে সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে করতে হবে এবং আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে চেক করতে পারেন।

Important Links
Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular