HomeEducation Newsত্রিপুরার মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে? কবে শেষ? সূচি ঘোষণা ত্রিপুরা বোর্ডের।

ত্রিপুরার মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে? কবে শেষ? সূচি ঘোষণা ত্রিপুরা বোর্ডের।

আর মাত্র কিছুদিন পর থেকে শুরু হতে চলেছে ত্রিপুরার মাধ্যমিক (Tripura Secondary Exam) এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Tripura High Secondary Exam)। পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতে ও আগামী মার্চ মাস থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একই সাথে উচ্চমাধ্যমিক পরীক্ষাও শুরু হতে চলেছে আগামী মার্চ মাস থেকে। দুটি পরীক্ষাই চলবে প্রায় একমাস এবং আগামী এপ্রিল মাসের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল মাধ্যমিক পরীক্ষা এবং ১৯ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ পরীক্ষা হবে।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সময়সূচি প্রকাশ করা হয়েছে তা নিম্নে দেওয়া হলো।

ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষার সময়সূচি:

(Tripura Secondary Exam 2023 Time Table)

  • ১৬ মার্চ: ইংরেজি।
  • ১৮ মার্চ: বাংলা, হিন্দি, কোকবোরোক এবং মিজো।
  • ২১ মার্চ: সোশ্যাল সায়েন্স (ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান) এবং সোশ্যাল সায়েন্স (অর্থনীতি এবং ভূগোল)।
  • ২৩ মার্চ: বিজ্ঞান (বায়োলজি), সায়েন্স (ফিজিক্স, রসায়ন)।
  • ২৮ মার্চ: অঙ্ক (বেসিক) এবং অঙ্ক (স্ট্যান্টার্ড)।
  • ১৮ এপ্রিল: ষষ্ঠপত্র (ভোকেশনাল সাবজেক্ট)।

এই ৬ দিন ধরে চলবে ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষা। ১৬ ই মার্চ থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত চলবে এই পরীক্ষা।

ত্রিপুরার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি:

(Tripura HS Exam 2023 Time Table)

  • ১৫ মার্চ: ইংরেজি।
  • ১৭ মার্চ: বাংলা, হিন্দি, কোকবোরোক এবং মিজো।
  • ২০ মার্চ: রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান এবং সোশিয়োলজি।
  • ২২ মার্চ:: বিজনেস স্টাডিজ, এডুকেশন এবং ফিজিক্স।
  • ২৪ মার্চ: অ্যাকাউন্টেন্সি, বায়োলজি এবং ইতিহাস।
  • ২৭ মার্চ: অঙ্ক, ফিলোজফি।
  • ২৯ মার্চ: অর্থনীতি।
  • ১ এপ্রিল: সাইকোলজি।
  • ৩ এপ্রিল: ভূগোল।
  • ৫ এপ্রিল: সংস্কৃত, স্ট্যাটিস্টিকস এবং আরবি।
  • ১৭ এপ্রিল: কম্পিউটার সায়েন্স এবং মিউজিক।
  • ১৯ এপ্রিল: ষষ্ঠপত্র (ভোকেশনাল সাবজেক্ট)।

এই ১২ দিন ধরে চলবে ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষা। ১৫ ই মার্চ থেকে ১৯ই এপ্রিল পর্যন্ত চলবে এই পরীক্ষা।

RELATED ARTICLES

Most Popular