HomeE365সেরা ৬ টি বিয়ে সম্পর্কিত ব্যবসার আইডিয়া, করতে পারবেন দারুন ইনকাম।

সেরা ৬ টি বিয়ে সম্পর্কিত ব্যবসার আইডিয়া, করতে পারবেন দারুন ইনকাম।

কোন ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই সেই ব্যবসা সম্পর্কে এবং চাহিদা সম্পর্কে জ্ঞান রাখতে হয়। সকলের পক্ষে হয়তো ব্যবসা করা সম্ভব হয় না কিন্তু সকলে যদি চেষ্টা করে তাহলে সফলতার হারও বাড়বে। যারা ব্যবসা করেন না বা ব্যবসায় আগ্রহী নন, তাদের মধ্যে অনেকেই ব্যবসা সম্পর্কে জ্ঞান কম, গাইড করার মানুষের অভাব বা পুঁজির অভাব। তবে এমন কিছু ব্যবসা আছে যেগুলি আপনি একবার শুরু করতে পারলে প্রত্যেক বছর আপনার মুনাফা দ্বিগুণ বা তারও বেশি হারে বাড়তে থাকবে।

আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো বিয়ে সম্পর্কে কিছু বিজনেস আইডিয়া। শুধুমাত্র বিয়েকে কেন্দ্র করেই এই ব্যবসা গুলি গড়ে উঠতে পারে। এই ব্যবসা গুলোর মাধ্যমে প্রত্যেক বছর আপনি বিপুল পরিমাণ লাভের মুখ দেখবেন, এবং প্রতিবছর আপনার লাভের পরিমাণ কয়েক গুন পর্যন্ত বাড়তে পারে। (Top 6 Wedding Business Ideas)

১. ওয়েডিং ইভেন্ট প্লানার ব্যবসা:

(Wedding Event Planner Business)

বর্তমানে প্রত্যেকেই চান তাদের বিবাহ ধুমধাম করে পালন করা হোক। বিয়ের রীতিনীতির মধ্যে সংগীত, মেহেন্দি ইত্যাদি বর্তমানে বিয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ডেকোরেশন সহ আরো অনেক রকম কাজ থাকে একটি বিয়ের সময়। অনেক পরিবার আছে যারা বিয়ের সময় এই ধরনের রীতিনীতি সংক্রান্ত ঝামেলা মাথায় নিতে চায়না, এবং কোন ওয়েডিং ইভেন্ট প্লানারের খোঁজ করে থাকেন। কারণ তারা এই সমস্ত কাজ তাদের প্লান অনুযায়ী সময়ের মধ্যে কমপ্লিট করিয়ে থাকেন।

এজন্য ইভেন্ট প্ল্যানিং ব্যবসা শুরু করে আপনি খুব কম সময়ের মধ্যেই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনার ডাকনাম বাড়লে আপনার ইনকাম আরো কয়েকগুণ বেড়ে যাবে। এই ব্যবসার আরেকটি সুবিধা হচ্ছে প্রাথমিক পুজি হিসেবে আপনার বেশি টাকা খরচ করতে হবে না, বিয়ের সময় কোন পরিবার থেকে যখন ইভেন্ট প্লানারের খোঁজ করা হয় তখন তাকে কিছু টাকা অগ্রিম দেওয়া হয়। সেই টাকা দিয়েই আপনি মোটামুটিভাবে সমস্ত কাজ শুরু করে দিতে পারবেন। তবে এই ধরনের কাজে আপনার বুদ্ধির উপর জোর দিতে হবে এবং সুষ্ঠুভাবে সব কাজ সম্পন্ন করতে হবে।

২. বিয়ের মেকআপ ব্যবসা:

(Wedding makeup Business)

বিয়ে মানে এখন সুন্দর মেকআপ, সাজসজ্জা। আগেকার দিনে শুধুমাত্র বিয়ের কনেকেই সুন্দরভাবে সাজানো হতো। কিন্তু বর্তমানে বিয়ের কনে তো বটেই , তার সাথে আমন্ত্রিত অতিথিরাও খুবই জাকজমকপূর্ণভাবে সেজেগুজে আসেন।

বিয়ের মেকাপের ব্যবসা যদি আপনি শুরু করতে পারেন , তবে এক একটি বিয়ে থেকে আপনি কম করে ১০ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা অব্দি উপার্জন করতে পারবেন। অনেক সময় দেখা যায় বিয়ের কনের সাজ ছাড়াও তার নিকটাত্মীয় মাসি ,পিসি ,বোনেরাও একই সাথে সেজে থাকেন। সেক্ষেত্রে আলাদা আলাদা ভাবে পার্লারে গিয়ে না সাজিয়ে বাড়িতে কোন মেকআপ আর্টিস্ট ডেকে তার কাছ থেকেই সাজা হয়।

বিয়ের মেকাপের ব্যবসা করতে গেলে আপনি নিজেই মেকাপ আর্টিস্ট হিসেবে কাজ করতে পারেন বা আপনার আন্ডারে কিছু মেকআপ আর্টিস্ট নিয়োগ করে তাদেরকে দিয়েও কাজ করাতে পারেন। আপনার আন্ডারে যদি বেশ কয়েকজন মেকআপ আর্টিস্ট কাজ করেন, সে ক্ষেত্রে যখন একই দিনে অনেকগুলি বিয়ের অনুষ্ঠান হয় ,তখন আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা আর্টিস্টকে পাঠিয়ে আরো বেশি উপার্জন করা যায়

৩. বিবাহ প্রতিষ্ঠান ব্যবসা:

(Marriage Bureau Business)

অনেকেই আছেন যারা বিয়ের সময় ছেলে বা মেয়ের জন্য ভালো পাত্র-পাত্রী খুঁজে না পেয়ে কোন ম্যারেজ ব্যুরো তে যোগাযোগ করেন। ম্যারেজ ব্যুরোতে কাজ করলে আপনার কষ্ট করে ক্লায়েন্টদের কাছে যাওয়া লাগবে না ,বরং ক্লায়েন্ট নিজে থেকে আপনার কাছে আসবে।

এই ধরনের ব্যবসায় আপনাকে পাত্র এবং পাত্রীর ডিটেলস নিয়ে অন্য পক্ষের কাছে দিতে হবে এবং তাদের মধ্যে সাক্ষাৎ করিয়ে এবং বিয়ের ব্যবস্থা করে দিয়ে অনেক টাকা উপার্জন করতে পারবেন। অনলাইন এবং অফলাইন উভয় ভাবে এই ব্যবসাটি করা যায়।

৪. ওয়েডিং ডিজে ব্যবসা:

(Wedding DJ Business)

বিয়ে হোক বা অন্য কোন অনুষ্ঠান বর্তমানে ডিজে প্রায় সব জায়গাতেই দরকার হয়। ডিজে এর ব্যবসা প্রায় ১২ মাস ধরেই চলে। বিয়ের মরসুমে ডিজের ব্যবসা থেকে প্রচুর টাকা উপার্জন করা যায়।

তবে এই ব্যবসায় প্রথম দিকে আপনাকে বেশ মোটা টাকা বিনিয়োগ করতে হতে পারে। প্রাথমিকভাবে প্রায় তিন লক্ষ টাকা দিয়ে ইন্সট্রুমেন্ট কিনতে হতে পারে আপনাকে। তবে খুব অল্প সময়ের মধ্যেই এই ব্যবসার মাধ্যমে সেই ইনভেস্ট করা টাকা আপনি রিকভার করে ফেলতে পারবেন। এছাড়া সারা বছর জুড়েই আপনার ব্যবসা চলবে এবং কখনো আপনি ক্ষতির মুখ দেখতে পাবেন না। এই ব্যবসায় প্রতি মাসে ১ লক্ষ টাকা বা তারও বেশি উপার্জন করা যায়।

৫. ম্যারেজ প্যালেস ব্যবসা

(Marriage Palace Business)

বিয়ের সাথে সম্পর্কিত আরো একটি ইন্টারেস্টিং ব্যবসা হল ম্যারেজ প্যালেস ব্যবসা। এখনকার বাড়িঘর গুলি সাধারণত আগেকার তুলনায় ছোট হওয়ায় জায়গা খুব কম থাকে এবং বিয়ে বা অন্যান্য কোন বড় অনুষ্ঠানের জন্য জায়গার অভাব পড়ে যায়।

আপনার জন্য যদি বড় কোন জায়গা থাকে যেখানে বিয়ে বা অন্যান্য কোন বড় অনুষ্ঠান অর্গানাইজ করা যায় ,তবে সেই জায়গা ভাড়া দিয়ে আপনি প্রত্যেক মাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন। আপনার নিজস্ব কোন জায়গা না থাকলে কোন ভাড়া নেওয়া জায়গা ডেকোরেট করেও উপার্জন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে উপার্জন সামান্য কম হতে পারে।

এই ব্যবসাতে আপনি প্রত্যেক বিবাহ প্রতি 10000 টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন এবং প্যালেস মোছা, পরিষ্কার করা এবং ইলেকট্রিসিটি খরচ ছাড়া আপনার সেরকম কোনো খরচ নেই।

এছাড়াও শুধুমাত্র বিবাহই নয়, সারা বছর জুড়ে অন্নপ্রাশন, জন্মদিন সেলিব্রেট করা , শ্রাদ্ধ সহ একাধিক অনুষ্ঠান পালন করা হয়। এগুলোর জন্য ভাড়া দিয়েও আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন।

৬. হানিমুন প্ল্যানিং ব্যবসা:

(Honeymoon Planning Business)

ট্রাভেল বিজনেস গুলির মধ্যে অন্যতম একটি বিজনেস হলো হানিমুন প্ল্যানিং ব্যবসা। বহু দম্পতিরা বিয়ের পর হানিমুন গিয়ে থাকেন। এজন্য যাওয়ার টিকিট কাটা, আসার টিকিট কাটা ,কোনো ভালো থাকার জায়গা বুক করা, সেখানে ঘোরা,খাওয়া ইত্যাদি সংক্রান্ত অনেক রকম ঝক্কির মধ্যে দিয়ে যেতে হয়।

আপনি যদি হানিমুন প্ল্যানিং ব্যবসা শুরু করতে পারেন তবে আপনাকে মাথায় রাখতে হবে যে, দুজনকে কোন জায়গায় নিয়ে গিয়ে সেই জায়গাটা ভালোভাবে ঘুরিয়ে তাদেরকে আবার একইভাবে ফিরিয়ে আনতে হবে এবং তাদেরকে সন্তুষ্ট করতে হবে। তার সাথে তাদের থাকা-খাওয়া, ঘোরা, এনজয়মেন্ট এর সব রকম ব্যবস্থা আপনাকে করতে হবে।

এক একটি প্যাকেজ প্রতি আপনি 50000 টাকায় থেকে এক লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

তাই যদি আপনার মনে ব্যবসা করার কোন আইডিয়া না এসে থাকে, তবে এই পোষ্টের মাধ্যমে আশা করি আপনাদের বেশ কিছু ব্যাপার সম্পর্কে ধারণা লাভ হয়েছে এবং আপনারা যদি চান তবে খুব শীঘ্রই এই ব্যবসা গুলো শুরু করে দিতে পারেন। বেশিরভাগ ব্যবসা গুলিতেই লোকসান বলতে তেমন কিছু নেই, বরঞ্চ প্রত্যেক ইভেন্ট প্রতি আপনার অনেক টাকা ইনকাম হতে পারে।

RELATED ARTICLES

Most Popular