মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর পর ছাত্রছাত্রীরা বৃহত্তর শিক্ষা জগতে প্রবেশ করেন এবং কলেজে ভর্তি হয়ে গ্রাজুয়েশন কোর্স(Graduation Course) সম্পূর্ণ করেন। গ্রাজুয়েশন এর পর সবারই লক্ষ্য থাকে ভালো কোন চাকরি(Job) করার। তবে বর্তমানে চাকরির বাজার অনেকটাই সংকুচিত হয়ে গেছে এবং চাকরি পাওয়া বর্তমানে যথেষ্ট কষ্টকর।
গ্রাজুয়েশন শেষ করার পর বেকার বসে না থেকে আপনারা বিভিন্ন রকম উপায়ে উপার্জন(Earning After Graduation) করতে পারেন। হাত খরচ থেকে শুরু করে পরিবারের খরচ চালানো সমস্তটাই আপনার উপার্জন দিয়েই করতে পারবেন এবং ছোটখাটো কারণে পরিবারের উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়বে না আর।
আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানো হবে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর বাড়িতে বেকার (Unemployed) বসে না থেকে কোন কোন উপায়ে উপার্জন করতে পারবেন আপনারা।
১) ফুড ডেলিভারি:
বর্তমানে অনেক ছাত্রছাত্রীরা যুবক-যুবতীরা পার্ট টাইম এবং ফুলটাইম হিসেবে ফুড ডেলিভারি দেবার কাজ(Food Delivery Job) করেন। অনলাইন খাবার অর্ডার করার সংস্থা বলতে বর্তমানের সুইগি(Swiggy) এবং জমাটো(Zomato) সবথেকে বেশি জনপ্রিয়। এই সংস্থাগুলিতে ফুড ডেলিভারি বয় হিসাবে আবেদন করলে আপনারা খুব সহজেই কাজ পেয়ে যাবেন।
আপনারা যদি বাইক, স্কুটি বা সাইকেল চালাতে জানেন,তাহলে এই কাজটি আপনার জন্য পারফেক্ট। আপনারা চাইলে সকাল থেকে রাত পর্যন্ত বা শুধু রাতেও এ কাজটি করতে পারবেন।
ফুড ডেলিভারির মাধ্যমে প্রত্যেক মাসে ১৫০০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করা যায়। কোন কোন ক্ষেত্রে উপার্জনের পরিমাণ এর থেকে বেশি বা কমও হতে পারে। তবে এই টাকা দিয়ে সংসার খরচ চালিয়ে নেওয়া সম্ভব। অনেকে পড়াশোনা করতে করতেও এই কাজটি করে থাকেন, অনেকে আবার পড়াশোনার শেষে ফুলটাইম হিসেবে এই কাজটি করে থাকেন।
২) কোচিং খুলুন:
গ্রাজুয়েশন এর পর উপার্জনের অন্যতম একটি উপায় হল কোচিং সেন্টার(Coaching Business)। এলাকার কোন স্কুল বা স্টেশনের পাশাপাশি একটি কোচিং সেন্টার খুলে সেখানে পড়ানো শুরু করতে পারেন আপনারা।
আপনারা যে বিষয়ে দক্ষ সেই বিষয়টি নিয়ে পড়ানো শুরু করতে পারেন। টিউশন পড়াতে গেলে আপনাদেরকে অবশ্যই বেশ কয়েকটি বিষয়ে মাথায় রাখতে হবে। টিউশন ফি,টিউশনের জায়গা, টিউশনের সময়, আশেপাশের শিক্ষক-শিক্ষিকারা কেমন মাইনে নিচ্ছেন, স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে, ছাত্রছাত্রীদের অভিভাবকেরা কেমন পড়ানো চাইছেন ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে আপনাদের প্রথমে জেনে নিলে সুবিধা হবে।
কোচিং সেন্টার(Coaching Center) এর মাধ্যমে প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা উপার্জন করছেন অনেকেই। এখন আবার স্কুলের শিক্ষক শিক্ষিকারা বাইরে কোচিং করতে পারেন না, এই জন্য যারা কোচিং করান তাদের ছাত্রছাত্রী সংখ্যা ক্রমশ বাড়ছে।
৩) অনলাইনে ক্লাস করান:
অফলাইন কোচিং(Offline Coaching Business) এর পাশাপাশি অনলাইনে ক্লাস নিয়েও আপনারা উপার্জন করতে পারবেন। অনলাইন ক্লাস হিসেবে আপনারা প্রাইভেট ভাবে ছাত্রছাত্রীদের কে পড়াতে পারেন, বা এক সাথে অনেক ছাত্রছাত্রীদেরও পড়াতে পারবেন।
এছাড়া অনলাইনে নোটস তৈরি করে, নোটস বিক্রি করে এবং অনলাইন ক্লাসের ভিডিও ইউটিউবে(YouTube Video) আপলোড করে আপনারা উপার্জন করতে পারবেন।
অনেক কোচিং অ্যাপ্লিকেশন(Coaching Application for Tutors) আছে, যেখানে আপনারা অনলাইনে পড়ানোর সুযোগ পাবেন। আপনারা বাড়িতে বসেই একটি ভাল ব্যাকগ্রাউন্ড রেখে অনলাইনে পড়াতে পারবেন এই অ্যাপগুলিতে। এছাড়া আপনারা নিজস্ব উদ্যোগেও ছাত্র-ছাত্রীদের নিয়ে অনলাইন কোচিং শুরু করতে পারবেন।
৪) সাইবার ক্যাফে খুলুন:
গ্রাজুয়েশনের পর বেকার বসে না থেকে উপার্জন করার অন্যতম একটি রাস্তা হল সাইবার ক্যাফে খোলা।
চাকরির ফর্ম ফিলাপ থেকে শুরু করে ভোটার আইডি কার্ড সংশোধন, প্যান কার্ড তৈরি ,আধার কার্ড তৈরি ,জেরক্স, লেমিনেশন এমন একাধিক কাজ এর জন্য মানুষ সাধারণত সাইবার ক্যাফের উপর নির্ভর করে থাকেন।
একটি দোকান ভাড়া নিয়ে বা নিজের কোন অতিরিক্ত ঘর থাকলে সেখানে আপনারা সাইবার ক্যাফে খুলে ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসাতে লোকসান বলতে কিছুই নেই বরঞ্চ আপনারা প্রত্যেক মাসে কয়েক হাজার টাকা উপার্জন করতে পারবেন।
সাইবার ক্যাফেতে প্রয়োজনীয় কাজগুলোর পাশাপাশি ইলেকট্রিক বিল, ক্রেডিট কার্ড বিল, গুগল পে রিচার্জ কোড পেমেন্ট করা, মোবাইল রিচার্জ করা ইত্যাদি কাজগুলোও যদি যুক্ত করতে পারেন তাহলে উপার্জনের পরিমাণ আরো বাড়িয়ে নিতে পারবেন আপনারা খুব সহজেই।