HomeDAদীপাবলীর আগেই ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করল প্রতিবেশী এই রাজ্য। ফারাক...

দীপাবলীর আগেই ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করল প্রতিবেশী এই রাজ্য। ফারাক কতটা জানেন?

হাতেগোনা আর মাত্র কদিন। তারপরই শুরু হচ্ছে দীপাবলি। আর এই উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের জন্য ৪% মহার্ঘ ভাতা(Dearness Allowance) বৃদ্ধি ঘোষণা করল পশ্চিমবঙ্গের প্রতিবেশী এই রাজ্য। পশ্চিমবঙ্গের সাথে এই রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক হয়ে গেল ৪০ শতাংশ।

ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ DA বাড়ানো হয়েছে। এর ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। তবে শুধু এখানেই নয়, আমাদের প্রতিবেশী ঝাড়খণ্ড(Jharkhand) রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি(Dearness Allowance Hike) করা হলো, যা সেখানকার সরকারি কর্মচারীদের মনে এনে দিয়েছে খুশির হাওয়া। আর সামনে রয়েছে দীপাবলি উৎসব, তার আগেই এমন একটি খবর তাদের কাছে উপহারের থেকে কম কিছু নয়।

বর্তমানে ঝাড়খণ্ডের সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা(Jharkhand DA) পাচ্ছেন। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সভাপতিত্বে এবং রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ৬% হারে মহার্ঘ ভাতা পান, সেই তুলনায় ঝাড়খণ্ডের সরকারি কর্মচারীরা অতিরিক্ত ৪০ শতাংশ মহার্ঘ ভাতা বেশি পান। তাই ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের মহার্ঘভাতার মধ্যে পার্থক্য ৪০ শতাংশ, যা অনেকটাই বেশি।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই মহার্ঘ ভাতার বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। তারা দাবি করছেন কেন্দ্রীয় হারে রাজ্য সরকারকে মহার্ঘ ভাতা দিতে হবে। এছাড়া বকেয়া মহার্ঘ ভাতার দাবিতেও তারা সোচ্চার হয়েছেন। মহার্ঘভাতা নিয়ে মামলা উঠেছে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে। তবে এখনো পর্যন্ত অন্তিম কোন সিদ্ধান্ত জানানো হয়নি সুপ্রিম কোর্টের তরফে। কিছুদিন আগে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি থাকলেও সেই শুনানি পিছিয়ে গিয়েছে। শুনানির আগামী তারিখ ধার্য করা হয়েছে আগামী বছরের শুরুর দিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular