HomeEducation Newsটেট পরীক্ষায় বসতে পারবেন না এইসব প্রার্থীরা, বিজ্ঞপ্তিতে জানালো পর্ষদ।

টেট পরীক্ষায় বসতে পারবেন না এইসব প্রার্থীরা, বিজ্ঞপ্তিতে জানালো পর্ষদ।

গত বুধবার পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে টেট পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, এবং আগামী দিন অর্থাৎ বৃহস্পতিবার সংবাদপত্রে এই খবরটি প্রকাশিত হয়েছিল। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হবার আগেই প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল চলতি বছরের টেট পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন।

পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন আগামী ১০ ডিসেম্বর এ বছরের টেট পরীক্ষার(WB Primary TET 2023) আয়োজন করা হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পর্ষদের ওয়েবসাইটে গিয়ে টেটের ফর্ম পূরণ(TET Form Fillup 2023)করতে পারছেন পরীক্ষার্থীরা।

গত বছর 2022 সালের টেট পরীক্ষা হয়েছিল ১১ই ডিসেম্বর। মোট ৭ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। প্রায় পাঁচ বছর পর অপেক্ষার পর ২০২২ সালে রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় দেড় লক্ষরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পরীক্ষার ফলাফল(TET Exam Result)বেরিয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে।

গত বছর টেট পরীক্ষায় বসা নিয়ে এবং পরীক্ষা চলাকালীন বিভিন্ন বাধানিষেধ আরোপ করা হয়েছিল। এ বছরও সেই সমস্ত বাধা নিষেধ বজায় থাকবে। তাছাড়া পর্ষদ কড়া ভাবে সমস্ত দিক দেখবে। এবছর টেট সংক্রান্ত পর্ষদের বিজ্ঞপ্তিতে আরেকটি বিষয়ে স্পষ্ট করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেশ কিছু প্রার্থী এইবারে টেট পরীক্ষায় বসতে পারবেন না।

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

বিএড ও ডিএলএড নিয়ে একাধিক মামলা হয়েছে রাজ্যের হাইকোর্টে(High Court)। তাছাড়া সেই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা বিএড কোর্স করেছেন তারা এই বছর টেট পরীক্ষায় বসতে পারবেন না। একটি শুধুমাত্র যারা B. ED প্রশিক্ষণ নিয়েছেন তাদের কথাই বলা হয়েছে। যারা প্রাথমিক শিক্ষকের অন্যান্য প্রশিক্ষণ নিয়েছেন তারা টেট পরীক্ষায় বসতে পারবেন। আবার যারা প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণের পাশাপাশি B.ED. প্রশিক্ষণও নিয়েছেন, তারাও এই পরীক্ষায় বসতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র B.ED. যোগ্যতা নিয়ে টেট পরীক্ষায় বসা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular