নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন একাধিক থেকে বিদ্ধ। একের পর এক মামলা দায়ের হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্ট না হয়ে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে(Supreme Court) গিয়েছিল রাজ্য। তবে সুপ্রিম কোর্টে গিয়েও শেষ রক্ষা হলো না। সুপ্রিম কোর্টের নির্দেশে হার মানতে হলো রাজ্যকে এবং হাইকোর্টের(Kolkata High Court) দেওয়া নির্দেশই বহাল থাকবে বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।
এর আগে মন্ত্রী পরেশ অধিকারের মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন ববিতা সরকার(Babita Sarkar) নামে একজন চাকরি প্রার্থী। দীর্ঘ তদন্তের পর হাইকোর্ট ববিতা সরকারের পক্ষে রায় দেয়। মামলাতে জিতে চাকরি পান ববিতা সরকার এবং ওদিকে অঙ্কিতা অধিকারীকে(Ankita Adhikary) চাকরি থেকে বরখাস্ত করা হয়।
তবে আর এক চাকরি প্রার্থী পিয়াংকা সরকার দাবি তোলেন যে, এই চাকরি পাওয়ার যোগ্য তিনি। কারণ তার প্রাপ্ত নম্বর ববিতার তুলনায় বেশি। এদিকে ববিতা সরকার পাল্টা দাবি তুলে সেই পরীক্ষার ওএমআর শিট(SSC OMR Sheet 2016) প্রকাশ করার দাবি জানান। সমস্ত ঘটনার বিচার বিবেচনা করার পর বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্কুল সার্ভিস কমিশনকে(School Service Commission) নির্দেশ দেন অবিলম্বে একাদশ ও দ্বাদশের পরীক্ষার OMR প্রকাশ করতে হবে।
ববিতা সরকারের আইনজীবী দাবি করেন যে, ২০১৬ সালের একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় ৫ হাজার জন এর মধ্যে ৯০৭ জনের OMR শিটে কারচুপি করা হয়েছিল। তাই স্কুল সার্ভিস কমিশন যদি ওএমআর প্রকাশ করে, তাহলে সমস্ত বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে দাবি তোলেন তিনি।
হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তবে সুপ্রিম কোর্ট রাজ্যের দাবি খারিজ করে দেয় এবং হাইকোর্টের দেওয়া নির্দেশ বহাল রাখতে বলে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে আগামী দুই দিনের মধ্যে একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষার OMR শিট প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।