সামনে রয়েছে দুর্গাপূজা, আর তার আগেই বড় সুখবর পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। এছাড়া যত দিন যাচ্ছে তত লোকসভা ভোট এগিয়ে আসছে। এমন অবস্থায় অনেকটাই বেড়ে যেতে পারে সরকারি কর্মচারীদের বেতন।
বেশ কিছুদিন ধরেই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মহলে। এমন অবস্থায় পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর পেতে পারেন। মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। যত দিন যাচ্ছে মহার্ঘ ভাতা বৃদ্ধির আশা ততই জোরালো হচ্ছে।
দুর্গাপুজো যত এগিয়ে আসছে, সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে প্রত্যাশার পারদ ততই বাড়ছে। কবে সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির(DA Hike) ঘোষণা করবে, সেই দিকেই তাকিয়ে আছেন লক্ষাধিক সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা। পুজোর আগেই যদি মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয় তবে তা হবে সরকারি কর্মচারীদের জন্য পুজোর সেরা গিফট।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। বছরের শুরু থেকে তারা এই হারেই মহার্ঘ ভাতা(Dearness Allowance) পেয়ে আসছেন। আগামী কিছুদিনের মধ্যেই কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা(DA) বৃদ্ধির ঘোষণা করতে পারে। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় এক কোটি কর্মচারী এবং পেনশনভোগী।
AICPI সূচক সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির হার নির্ধারণ করে। জুন মাসে AICPI সূচকের পরিসংখ্যান প্রকাশ করে কেন্দ্র। মে মাসে সূচক ছিল ১৩৪.৭ পয়েন্ট, জুন মাসে ১.৭ পয়েন্টের বৃদ্ধি হয়ে সূচক হয়েছে ১৩৬.৪। এ থেকেই বোঝা যাচ্ছে যে ৩-৪ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে। তবে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে নির্দিষ্ট করে জানানো হয়নি যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করা হবে নাকি ৪ শতাংশ বৃদ্ধি করা হবে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রিপোর্ট অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে ৩ শতাংশ।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা ১ জুলাই, ২০২৩ তারিখ থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন। অবশ্য এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতা বাড়ানো নিয়ে কোন অফিসিয়াল নোটিফিকেশন বের করা হয়নি। প্রতিবছর কেন্দ্র সরকারের তরফ থেকে দুবার করে মহার্ঘভাতা বৃদ্ধি(DA Hike) করা হয়। ৩ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি হলে এবার থেকে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ৪৫% হারে মহার্ঘ ভাতা পাবেন।
ধারণা করা হচ্ছে আগামী অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যেই সরকারি কর্মচারীরা এই বড় সুখবর পেতে চলেছেন। যে সমস্ত সরকারি কর্মচারীদের মূল বেতন বর্তমানে ১৮ হাজার টাকা, তারা ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা অনুযায়ী প্রায় ১০ হাজার টাকা বেশি বেতন পাবেন। HR (House Rental Allowance) বৃদ্ধি নিয়েও খুব শীঘ্রই বড়সড় কোন আপডেট দিতে পারে কেন্দ্র সরকার। সেক্ষেত্রে কর্মচারীদের বেতন সর্বোচ্চ হারে বাড়ার সুযোগ রয়েছে। যে সমস্ত কর্মচারীরা বর্তমানে ৩০ হাজার টাকা বেতন পান, তারাও অতিরিক্ত প্রায় ১৪০০০ টাকা বেশি বেতন পাবেন মহার্ঘভাতা বৃদ্ধির ফলে।