HomeEducation News"পড়ুয়াদের জন্য শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না"- অস্বাভাবিক বেতন বৃদ্ধি নিয়ে...

“পড়ুয়াদের জন্য শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না”- অস্বাভাবিক বেতন বৃদ্ধি নিয়ে বেসরকারি স্কুলের বিরুদ্ধে কড়া হাইকোর্ট!

পশ্চিমবঙ্গের শহরের বিভিন্ন বেসরকারি স্কুলগুলিতে বেলাগাম বেতন বৃদ্ধির ঘটনা সামনে এসেছে। অস্বাভাবিক ফি বৃদ্ধি(Private School Fee Hike) করা নিয়ে বেশ কয়েকটি স্কুলের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে(Kolkata High Court)। মামলাকারীরা দাবী করেছেন যে, এই স্কুলগুলিতে গত বছর এর তুলনায় এ বছর ফি বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ! বেসরকারি স্কুলগুলিতে(Private School) বেলাগাম বেতন বৃদ্ধির মামলাটির শুনানি চলছে কলকাতা হাইকোর্টে, বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে।

শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন যে, ‘‘বেসরকারি স্কুলে  ফি কাঠামো কি হবে তা রাজ্য(State Government) ঠিক করে দিতে পারে না। কিন্তু কোথাও তো বলা নেই যে, বেসরকারি স্কুলগুলিতে রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না।”

২০১২ সালে একটি আইন এসেছিল, ফি বৃদ্ধি করার আগে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন। তাহলে বেসরকারি স্কুলগুলির বেলাগাম বেতন বৃদ্ধিতে কি রাজ্য সরকারের কোনো বক্তব্য থাকতে পারেনা?

এইদিন বিচারপতি বিশ্বজিৎ বসু(Justice Biswajit Basu) বলেন যে, ”ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না, ইচ্ছেমতো টাকায় শিক্ষা বিক্রি হতে পারে না, বেসরকারি স্কুল যেমন খুশি টাকায় শিক্ষা বিক্রি করতে পারে না!” তিনি আরো জানান যে, “বেসরকারি স্কুলগুলোর উপর রাজ্যের নিয়ন্ত্রণ থাকা জরুরি।”

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

২০১২ সালের আইনের প্রশ্ন তুলে এই সমস্যার সমাধান চায় আদালত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে(West Bengal Government Advocate General) মামলায় সাওয়ালের জন্য অনুরোধ করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯ জুন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছরেও বেসরকারি স্কুলের বেতন বৃদ্ধি নিয়ে মামলা উঠেছিল আদালতে। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল মার্চ মাস থেকে আগের মত বেতন দিতে হবে। ৮০% এর বদলে দিতে হবে পুরো বেতনই।

আবার করোনা(Corona Pandemic) মহামারী চলার সময় স্কুল বন্ধ থাকলেও স্কুলের অন্যান্য খরচের টাকা ফি হিসেবে চাপানো হয়েছিল শিক্ষার্থীদের ওপরে। এই নিয়েও মামলা দায়ের হয়েছিল। হাইকোর্ট জানিয়েছিল ৮০% টিউশন ফি দিতে হবে শিক্ষার্থীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular