রাজ্যে যেসমস্ত হাসপাতাল রয়েছে, সেখানে রোগীদের অনুপাতে ডাক্তারদের সংখ্যা অনেকটাই কম। সেজন্য বাংলায় আরও ৪ টি নতুন মেডিক্যাল কলেজ চালু করতে চায় রাজ্য সরকার, কেন্দ্রের কাছে আবেদন জানালো রাজ্যের স্বাস্থ্য সচিব।
রোগীদের অনুপাতে ডাক্তারদের সংখ্যা কম থাকার বিষয়টি স্বাস্থ্য সচিব কেন্দ্রীয় মন্ত্রীর কাছে উল্লেখ করেছেন। রাজ্যে আরও নতুন চারটি মেডিক্যাল কলেজ খোলা যায় কিনা সে বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে রাজ্য।
বর্তমানে রাজ্যে মেডিক্যাল কলেজের(WB Medical College) সংখ্যা ২৩ টি। এই হাসপাতালগুলিতে প্রচুর রোগীরা চিকিৎসা করাতে আসেন। চাপ বাড়ছে প্রতিনিয়ত। এই মেডিক্যাল কলেজগুলি থেকে প্রতিবছর যে সমস্ত ছাত্রছাত্রীরা ডাক্তারি পাশ করছেন, তাদের দিয়েও ডাক্তারের চাহিদা মিটছেনা। এ জন্যই রাজ্যে বর্তমানে অতিরিক্ত কিছু মেডিক্যাল কলেজের আশু প্রয়োজন। কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুক মাণ্ডব্য। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম তার সাথে দেখা করে রাজ্যে নতুন চারটি মেডিক্যাল কলেজ(New Medical College in WB) খোলার জন্য আবেদন জানিয়েছেন। এই প্রস্তাবে মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুক মাণ্ডব্য।
ইতিমধ্যে রাজ্যের প্রতিটা জেলায় চালু হয়েছে সুপারস্পেশালিটি হাসপাতাল(Super speciality Hospital)। জেলা ও মহকুমা হাসপাতালে বাড়ানো হয়েছে বেডের সংখ্যা। প্রতিটি ব্লকে ন্যাশনাল হারবাল হেলথ মিশনের(National Herbal Health Mission) আওতায় গড়ে তোলা হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র। তবে প্রয়োজনের তুলনায় ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যা অনেকটাই কম। এই কারণে সরকারি হাসপাতালগুলোতে প্রচুর ভিড় বাড়ছে। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে ডাক্তার, নার্সদেরও।
রাজ্য সরকারের একজন স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, তাদের পরিকল্পনা রয়েছে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে মেডিক্যাল কলেজ খোলার। গত জুনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সারা দেশে আরো ৫০ টি নতুন মেডিক্যাল কলেজ খোলার অনুমতি দিয়েছে। এই মুহূর্তে রাজ্যে ৫১০০ এর বেশি মেডিক্যাল শিক্ষার্থীদের পড়ার ব্যবস্থা রয়েছে। নতুন আরো চারটি মেডিক্যাল কলেজ খোলা হলে আরো বেশি সংখ্যক শিক্ষার্থী মেডিক্যাল পড়তে পারবেন।