বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে চলেছেন। আন্দোলন প্রায় ২০০ দিনের গন্ডি পার করে ফেলেছে। বকেয়া মহার্ঘ ভাতা(DA) সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের(Supreme Court) বিচারাধীন। আগামী সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এমন অবস্থায় সরকারি কর্মচারীদের সংগঠন বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। এই মিছিলে অংশ নেবেন আরো বেশি সংখ্যক সরকারি কর্মচারীরা। (DA Strike West Bengal)
বিভিন্ন সূত্র মারফত খবর, রাজ্যের DA আন্দোলনকারীরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করতে চাইছেন। বকেয়া মহার্ঘ্য ভাতা পরিশোধ করে দেবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করবেন তারা। তারা মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Bandopadhyay) সাথে সরাসরি সাক্ষাৎ করে তাদের অভিযোগের কথা তুলে ধরলে আশার আলো দেখা দিতে পারে। সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, এই অভিযানটি হবে সম্পূর্ণ অরাজনৈতিক। এই মিছিলে কোন রাজনৈতিক নেতা থাকতে পারবেন না। তবে তারা এটাও চাইছেন যে, এই দিন বিরোধী দলনেতা সহ অন্যান্য নেতারা যাতে উক্ত দিন বিধানসভায় DA মিটিয়ে দেবার দাবি তোলেন।
সামনেই রয়েছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা(Durga Puja)। তার আগেই কেন্দ্র সরকারের(Central Government) তরফে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। আশায় দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের দাবিও যদি পূজোর আগেই রাজ্য সরকার(West Bengal State Government) মেনে নেয়, সেই আশায় বুক বেঁধে আছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।
আশা করা যাচ্ছে যে, রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটির শুনানি হতে পারে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। তারপরে মামলাটির পরবর্তী তারিখ এর কথা বলা হয়। আপাতত সরকারি কর্মচারীদের মূল ভরসা সুপ্রিম কোর্ট। সরকারি কর্মচারীদের সংগঠন আশাবাদী যে, এই মামলায় জয় হবে সরকারি কর্মচারীদেরই।