কেন্দ্রীয় সরকার (Central Govt) সুযোগ দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে AI প্রশিক্ষণের (AI Training) সুযোগ। কেন্দ্রীয় সরকার India 2.0 অভিযানের অধীনে দেশবাসীর জন্য Online AI Training Programme চালু করতে চলেছে। কোর্সটির শেষে Certificate ও পাবেন ছাত্রছাত্রীরা। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।
কারা সাহায্য করছেন এই কোর্সটির পরিচালনায়?
Skill India and Edtech Company GUVI অর্থাৎ Grab Your Vernacular Imprint এর সাহায্যে কোর্সটির Online Programme গড়ে তোলা হয়েছে।
আবেদনের জন্য যোগ্যতা:
GUVI সাইটের মতে, AI সম্পর্কে যাঁদের নুন্যতমও জ্ঞান আছে এবং যাঁরা AI সম্পর্কে দক্ষ -এই দুই ধরনের মানুষই সুযোগ পাবেন আবেদনের জন্য।
কোর্সটিতে কী কী থাকবে?
i) কোর্সটিতে Python programming এবং AI Skill সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করা হবে।
ii) পড়ুয়াদের সুবিধার্থে কোর্সটিতে মোট নয় রকম ভাষাতে AI সম্পর্কে শিক্ষা প্রদানের ব্যবস্থা থাকবে।
আবেদন প্রক্রিয়া:
i) ইচ্ছুক শিক্ষার্থীকে প্রথমে AI অর্থাৎ Artificial Intelligence শেখার জন্য GUVI এর Official Website এ গিয়ে Sign Up করতে হবে।
ii) Sign Up করার পরে একটি নতুন Page খুলে যাবে যেখানে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি Java, Coding, Cyber Security অথবা এই সংক্রান্ত অন্যান্য বিষয়ে অবগত কিনা।
iii) জানলে খুব ভাল, না জানলেও সমস্যা নেই। এরপরে নিজের নাম নথিভুক্ত (Enlisted) করুন সঠিক অপশনে ক্লিক করে।
এই কোর্সের Certificate প্রদান করবেন কারা?
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান যে এই কোর্সের Certificate, IIT Madras এবং National Council for Education and Training প্রদান করবে।
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আশাবাদী যে এই AI শিক্ষার ফলে আগামী প্রজন্মের (Future Generations) অনেক উন্নতি আসতে পারে এবং যেহেতু বহু ভাষায় এটি পড়ানো হবে, তাই ভাষাগত ভাবেও কোনো সমস্যায় পরবেন না পড়ুয়ারা।
বর্তমানে AI বা Artificial Intelligence খুব জরুরী একটি বিষয়ে দাঁড়িয়েছে। আজকাল সমস্ত কর্মক্ষেত্রেই মানুষের থেকে বেশি AI এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যাতে দেশবাসী এই প্রযুক্তি বিদ্যায় দক্ষ হয়ে উঠতে পারে এবং কোনো AI যাতে মানুষের স্থান না নিতে পারে সেই বিষয়েই উদ্যোগী হয়ে এই দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় সরকার(Central Govt)।
-Written by Riya Ghosh