অনেকদিন ধরেই কানাঘুষো (Rumour) শোনা যাচ্ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাসের পরিবর্তন (Syllabus Change of Higher Secondary Examination) নিয়ে। অবশেষে এই ধারণাই সত্যি প্রমাণিত হলো। সম্প্রতি একটি কমিটি গঠন করা হয় উচ্চমাধ্যমিক শিক্ষা দপ্তরের (WBCHSE) তরফ থেকে এবং তাতেই সম্মিলিত ভাবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সিদ্ধান্ত অনুযায়ী এই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তিও (Official Notification) প্রকাশ করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHSE!
সম্প্রতি প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ (Next Session) থেকেই নতুন সিলেবাস আসতে চলেছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে। অর্থাৎ ২০২৪- ২৫ শিক্ষাবর্ষ থেকে সিলেবাসের এই পরিবর্তন (Syllabus Change) দেখা যাবে। তবে হ্যাঁ, সব বিষয়ের সিলেবাস কিন্তু এখনই পরিবর্তিত হবে না। তাহলে কি কি বিষয়ের সিলেবাসের বদল আসবে? আসুন জানা যাক।
বিজ্ঞপ্তি অনুযায়ী আপাতত শুধুমাত্র দুইটি বিষয়ের সিলেবাস বদল হতে চলেছে। এই দুটি বিষয় হলো যথাক্রমে Computer Science (COMS) এবং Modern Computer Application (COMA)। তবে সংসদ থেকে এও জানানো হয়েছে যে, আগামী বছরের শিক্ষাবর্ষ থেকে সিলেবাসের বদল ঘটলেও (Syllabus Change from Upcoming Session) এই শিক্ষাবর্ষে যাঁরা পড়াশোনা করছেন, তাঁদের জন্য সিলেবাস অপরিবর্তিত থাকবে।
Computer Science এবং Computer Application, এই দুটি বিষয়েরই সিলেবাস সহ পাঠ্যসূচি এবং প্রশ্নের ধরণেও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে, একাদশ শ্রেণির কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসে নতুন করে যুক্ত করা হয়েছে Office Software-1 এবং Python- 1 বিষয় দুটি এবং ঠিক একই ভাবে দ্বাদশ শ্রেণির সিলেবাসে (Syllabus of Class 12th) বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যদিও কি হতে চলেছে সেই পরিবর্তন তার সদুত্তর মেলেনি। তবে হ্যাঁ, দুটি ক্লাসেরই পরীক্ষাতে প্রশ্নের ধরনে MCQ, SAQ বিভাগেও বেশ কিছু বদল আসতে চলেছে।
Important Links
Official Website: Click Here
Official Notification: Click Here
-Written by Riya Ghosh