HomeDADA মামলায় মেনে নেওয়া হল সরকারি কর্মীদের আর্জি, সুপ্রিম কোর্ট কি জানালো...

DA মামলায় মেনে নেওয়া হল সরকারি কর্মীদের আর্জি, সুপ্রিম কোর্ট কি জানালো দেখুন।

গত বছর 2022 সালে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি দায়ের করা হয়। তারপর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্পেশাল লিভ পিটিশন(Special Leave Petition) দাখিল করা হয়। তারপর মামলাটি বেশ কয়েকবার সুপ্রিম কোর্টে উঠলেও এখনো পর্যন্ত অন্তিম সিদ্ধান্ত নিতে পারেনি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ(Division Bench)। সেই মামলাতেই সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মীদের আর্জি মেনে নেওয়া হল।

গত সপ্তাহের শুক্রবার সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত মামলাটির শুনানি হবার কথা ছিল। তবে মামলা পিছিয়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের একাংশ বেশ হতাশ হয়ে পড়েছিল। আবার কবে মামলার শুনানি হবে সেই বিষয়ে কোন সুস্পষ্ট ধারণা দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তবে শেষ পর্যন্ত মামলার শুনানি কবে হবে তা জানিয়ে দেওয়া হল।

গত শুক্রবার শীর্ষ আদালতের(Supreme Court) রায়ের একটি কপিতে বলা হয়েছে যে, এই বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতা সংক্রান্ত। এই মামলাটির বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। তাই আগামী ২০২৩ সালের নভেম্বর মাসে এই মামলাটির শুনানি হবে।

তবে আগামী নভেম্বর মাসের ঠিক কোন তারিখে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটির শুনানি হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। আগামী ২৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে সুপ্রিম কোর্ট। তারপরে পুনরায় ১৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রয়েছে ছুটি। তারপরের দিনই রবিবার। তাই ধারণা করা হচ্ছে যে নভেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের গোড়ার দিকে যদি মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটির শুনানি না হয়, তাহলে ২০ নভেম্বর তারিখের আগে মামলার শুনানি(DA Case Hearing) সম্ভব নয়।

রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে, মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি যখন শীর্ষ আদালতে স্থান পেয়েছে তখন তার নিষ্পত্তি হবেই। নভেম্বর মাসে এক বা একাধিক শুনানি হতে পারে। তবে জয় সরকারি কর্মচারীদেরই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular