HomeEducation NewsSummer vacation in WB: ১৫ই জুন পর্যন্ত কলকাতার একাধিক বেসরকারি স্কুল চলবে...

Summer vacation in WB: ১৫ই জুন পর্যন্ত কলকাতার একাধিক বেসরকারি স্কুল চলবে গরমের ছুটি।

গত সপ্তাহেই অতিরিক্ত গরমের জন্য সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) বাড়িয়েছে রাজ্য সরকার। তারপরেই কলকাতার বেশ কিছু বেসরকারি স্কুলও এই পথেই হাঁটছে। গ্রীষ্মকালীন ছুটি ১৫ই জুন পর্যন্ত বেসরকারি স্কুলগুলিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আবার বাচ্চাদের পড়াশোনার যাতে ক্ষতি না হয় তাই জন্য অনেক স্কুল ছুটি অবধি অনলাইন মারফত ক্লাস (Online Class) করানোর আগ্রহী হয়েছে।

শহরের বেসরকারি (Private) যে সমস্ত স্কুলগুলি গ্রীষ্মকালীন ছুটি ১৫ই জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, সেগুলি হলো:

i) South Point School
ii) Ram Mohon Mission School
iii) South City International School
iv) The BSS and Birla Bharati School
v) Loretto House

এইসমস্ত স্কুলের তরফে বিজ্ঞপ্তি (Notification) প্রকাশ করে জানানো হয়েছে যে বাচ্চারা ১৫ই জুন থেকে তাদের ক্লাসগুলিতে উপস্থিত (Present) হবেতবে হ্যাঁ, শিক্ষকদের কিন্তু ১২ই জুন থেকেই স্কুলে উপস্থিত (Present) হতে হবে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

যেসব স্কুলে ১৪ই জুন পর্যন্ত অনলাইনে ক্লাস (Online Class) করানোর সিদ্ধান্ত (Decision) নেওয়া হয়েছে সেগুলি হলো:

i)La Martinier for Boys and Girls
ii) St Xavier’s Collegiate School
iii) Indas Valley World School এবং
iv) Loretto House School

উপরিউক্ত সকল স্কুলই ৪ঠা মে খোলার কথা ছিল কিন্তু অতিরিক্ত গরমের কারণে তা স্থগিত (Postpone) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত কিছু স্কুলে অনলাইনে পড়ানো (Online Learning) হবে।

অন্যদিকে, St Xavier’s Collegiate School এর তরফে গত বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি (Notification) জারি করে আগামী সোমবার থেকে শুক্রবার অবধি শিক্ষার্থীদের অনলাইনে পড়াবার (Online Learning) কথা জানানো হয়েছে।

Indas Valley World School ১৫ই জুনের আগে পর্যন্ত দুদিন অনলাইন ক্লাস (Online Class) করানোর সিদ্ধান্ত নিয়েছে। সিলেবাস (Syllabus) শেষ করানোই এইভাবে অনলাইন ক্লাস (Online Class) নেবার কারণ।

পিছিয়ে নেই DPS Megacity ও! বিজ্ঞপ্তি (Notification) জারি করেছে তারাও! বিজ্ঞপ্তিতে ১৩ এবং ১৪ই জুন অনলাইন ক্লাস নেবার কথা বলা হয়েছে এবং স্কুল খুলবে ১৫ই জুন। সেদিন থেকে স্বাভাবিক ক্লাস হবে।

তবে এর মধ্যে আবার কিছু স্কুল এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত (Decision) না নিয়ে আবহাওয়ার (Weather) ওপরে নজর রাখছে। সেসব স্কুলগুলো হলো:

i) Birla High School
ii) Sushila Birla High School এবং
iii) Laxmipat Singhaniyaa Academy

শিক্ষায়তন, Acharya Tulshi Orchids the International School এর মত কিছু স্কুল পুনরায় স্বাভাবিক ক্লাস (Normal Class) চালুর কথা ভাবছে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

Modern High School, Future Foundation School, Mahadevi Birla World Academy এর মতো স্কুলগুলো ফের ১৫ই জুনের পরেই ক্লাস শুরু করবে এই সিদ্ধান্ত (Decision) নিয়েছে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular