HomeBusiness ideasSummer Business: গরমকালে শুরু করুন এই ব্যবসাগুলি, কম পুঁজিতেই শুরু করেও প্রচুর...

Summer Business: গরমকালে শুরু করুন এই ব্যবসাগুলি, কম পুঁজিতেই শুরু করেও প্রচুর ইনকাম করুন।

শীতকাল শেষ হয়ে গিয়েছে এবং শুরু হয়ে গেছে গরমকাল। তবে গরমকাল শুধুমাত্র হাসফাঁস করার সময়ই নয় বরঞ্চ গরমকালের পরিবেশকে কাজে লাগিয়ে আপনারা অনেক টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। (Summer Business Ideas)

বর্তমানে অনেকেই বিভিন্ন রকম ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন এবং নিজেরাও অনেক সময় পূঁজিকে কাজে লাগিয়ে নতুন ব্যবসা শুরু করছেন। অনেকের কাছে ব্যবসায় নামার মতো প্রয়োজনীয় অর্থ থাকে না, অনেকের কাছে আবার অর্থ থাকলেও ব্যবসা করার আইডিয়া থাকে না।

আমাদের ওয়েবসাইটে আমরা বিভিন্ন রকম ব্যবসার আইডিয়া সম্পর্কে আপনাদের জানাই। আপনারা এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে নতুন কোন ব্যবসা শুরু করতে পারেন। প্রত্যেক মাসে আপনারা কয়েক হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন এই ব্যবসা গুলির মাধ্যমে।

আজকের প্রতিবেদনে আপনাদের জানানো হবে গরমকালে করার মত বেশ কিছু ব্যবসার সম্পর্কে। তবে এই ব্যবসাগুলির তালিকা করার আগে ব্যবসা গুলিকে দুটি ভাগে ভাগ করে নেওয়া হল। একটি হল অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসা, অর্থাৎ যে ব্যবসাটি করতে গেলে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্যটি হলো এমন ব্যবসা, যেগুলোতে অভিজ্ঞতার কোন রকম দরকার নেই।

তেমন কোনো অভিজ্ঞতা লাগবে না এমন কয়েকটি ব্যবসা:

১) আখের রসের দোকান:

গরমকালে পথ চলতি ক্লান্ত মানুষেরা রাস্তার পাশে কোন আখের রসের দোকান দেখলে সেখানে দাঁড়ায়। আখের রস খেলে শরীর বেশ ঠান্ডা হয় এবং চাঙ্গা হয়ে যায়। এজন্য আপনারা যদি আখের রসের দোকান দিতে পারেন তাহলে গরমকালে কয়েক হাজার টাকা উপার্জন করে ফেলতে পারবেন।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

আখের রসের দোকান খুলতে গেলে আপনার তিনটি জিনিসের প্রয়োজন পড়বে। কাঁচা আখ, আখের রস করার মেশিন এবং গ্লাস।

আশেপাশের কোন বড় মার্কেটে আপনারা আখ পেয়ে যাবেন। আখের রস করার দুটি মেশিন বর্তমানে বাজারে আছে। একটি হলো হাতে চালানো মেশিন এবং অন্যটি হলো অটোমেটিক মেশিন, যেটির মধ্যে আখ ঢুকিয়ে দিলে অটোমেটিক রস তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে। আপনাদের নিকটবর্তী কোন বড় মেশিন সাপ্লায়ার এর কাছে থেকে আপনারা এই মেশিন কিনে নিতে পারবেন। গ্লাস হিসাবে আপনারা কাগজের গ্লাস ব্যবহার করতে পারেন, কারণ এগুলো পরিবেশ দূষণ করে না এবং দামেও কম।

whatsapp business

২) আইসক্রিমের দোকান:

গরম কালে বহুল বিক্রিত অন্যতম একটি খাবার হল আইসক্রিম। কচিকাচা থেকে শুরু করে অনেক বড়রাও গরম কালে আইসক্রিম খেয়ে থাকেন। তাই সারা গরমকাল জুড়ে টাকা উপার্জন করতে গেলে আপনারা আইসক্রিমের ব্যবসা শুরু করতে পারেন। তবে এই ব্যবসার জন্য আপনাকে একটি আইসক্রিমের গাড়ি জোগাড় করতে হবে।

বড় কোন সাপ্লায়ার এর কাছ থেকে আইসক্রিম কিনে, তা বিক্রি করে লাভ করতে পারবেন। আপনারা কোন স্থায়ী দোকান বা অস্থায়ী ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে আইসক্রিম বিক্রি করতে পারবেন।

৩) লস্যির দোকান:

তীব্র গরমে গলা ভেজানোর জন্য অনেকেই আশেপাশের লস্যির দোকানের খোঁজ করে থাকেন। গরমকালের ঠান্ডা লস্যি খেলে শরীর ও মন একদম জুড়িয়ে যায়। এজন্য এলাকার যেখানে ভিড় বেশি, অনেক মানুষের সমাগম হয় – সেখানে লস্যির দোকান দিলে খুব ভালো চলবে।

৪) জল ও কোলড্রিংসের দোকান:

গরমকালের বাড়ি থেকে জল নিয়ে বেরোলে মাঝ রাস্তাতে সেই জল গরম হয়ে যায় এবং পানের অযোগ্য হয়ে ওঠে। এছাড়া গরম কালে সকলের ইচ্ছা করে একটু ঠান্ডা পানীয় দিয়ে গলা ভেজাতে। এই জন্য আপনারা যদি ঠান্ডা জল এবং কোল্ড্রিংসের দোকান দিতে পারেন তাহলে অনেক টাকা উপার্জন করতে পারবেন। এক্ষেত্রেও আপনাকে লোকাল কোন বড় সাপ্লাই এর কাছ থেকে কোলড্রিংস কিনে বিক্রি করতে হবে। ঠান্ডা জল এবং আইসক্রিমের ব্যবসা করতে গেলে আপনার কাছে অবশ্যই একটি ফ্রিজ থাকতে হবে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

৫) অস্থায়ী ডাবের দোকান:

গরমকালে গলা ভেজানোর মত অন্যতম একটি পানীয় হল ডাবের জল। আমরা গ্রামগঞ্জে এবং শহরেও দেখতে পাই অনেক ডাব বিক্রেতারা ভ্যানে করে ডাব বিক্রি করেন। অনেকে নিজেরা কোন বাড়ি থেকে ডাব কিনে পেড়ে নেন এবং সেটি নিজেরা নিজেদের দামে বিক্রি করেন। আবার অনেকে আছে যারা বড় কোন সাপ্লাইয়ের কাছ থেকে ডাব কিনে বিক্রি করেন।

বর্তমানে বাজারে খুচরো ডাবের মূল্য ৩০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে আপনারা প্রত্যেকটি ডাব পিছু কুড়ি থেকে ত্রিশ টাকা লাভ করতে পারবেন এবং গরমকাল জুড়ে কয়েক হাজার টাকা উপার্জন করে নিতে পারবেন।

এই ব্যবসা গুলি করতে গেলে আপনার কোন রকম অভিজ্ঞতার দরকার নেই। আপনারা অল্প পুঁজি দিয়ে এই ব্যবসা গুলো শুরু করতে পারবেন।

এবার আসি সেই ব্যবসা গুলির তালিকাতে, যেগুলি করতে গেলে আপনাদের অভিজ্ঞতা লাগবে।

১) এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর রিপেয়ারিং:

সারা শীতকাল জুড়ে বন্ধ থাকার কারণে অনেকের বাড়ির এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর মেশিন নষ্ট হয়ে যায়। অনেক সময় নতুন মেশিন কিনলেও বেশ কিছু সমস্যা দেখা দেয় এবং তার জন্য রিপেয়ারিং এর দরকার পড়ে।

আপনারা যদি এয়ারকন্ডিশন এবং রেফ্রিজারেটর রিপেয়ারিং এর কাজ করতে পারেন তাহলে প্রত্যেক কাজ কিছু আপনারা কয়েকশো টাকা লাভ করতে পারবেন। শুধুমাত্র গরমকাল নয়, বছরের অন্যান্য সময়ও আপনারা এমন রিপেয়ারিং এর কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারবেন।

এই কাজগুলি করতে গেলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

এছাড়া সারা গরমকাল জুড়ে এয়ারকন্ডিশনার এবং রেফ্রিজারেটর এর চাহিদা থাকে অনেক বেশি। আপনারা যদি নিজস্ব দোকানে এয়ারকন্ডিশনার এবং রেফ্রিজারেটর বিক্রি করতে পারেন, তাহলে প্রচুর টাকা উপার্জন করার সুযোগ রয়েছে আপনাদের। তবে এক্ষেত্রে পুঁজির পরিমাণ হতে হবে অনেক বেশি।

২) ট্রাভেল ট্যুরিজম এজেন্সি:

গরমের ছুটিতে অনেকেই দূরে কোথাও বেড়াতে যায়। আপনারা যদি কোন ট্রাভেল এজেন্সি খুলতে পারেন, তাহলে সারা গরমকাল জুড়ে অনেক টাকা উপার্জন করার সুযোগ রয়েছে আপনাদের। ট্রাভেল এজেন্সিগুলি সাধারণত গ্রাহকদের কোথাও ঘুরতে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে থাকে। সেখানে যাওয়া-আসার টিকিট করে দেওয়া, থাকা-খাওয়ার ব্যবস্থা করা, ঘোরানো ইত্যাদি বিষয়গুলি ট্রাভেল এজেন্সিগুলি করে থাকে। তাই আপনারা যদি ট্রাভেল এজেন্সির কাজ করতে পারেন তাহলে গরমকালে অনেক টাকা উপার্জন করে নিতে পারবেন। এই কাজেও আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে, কারণ অভিজ্ঞতা ছাড়া আপনারা গ্রাহকদের হ্যান্ডেল করতে পারবেন না।

৩) আইসক্রিম তৈরির ব্যবসা:

কোনরকম অভিজ্ঞতা ছাড়া আপনারা আইসক্রিম বিক্রির ব্যবসা করতে পারবেন ঠিকই, তবে আইসক্রিম তৈরির ব্যবসা শুরু করতে গেলে আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে।

আইসক্রিম তৈরির ব্যবসা শুরু করতে গেলে প্রথমে বেশ কিছু টাকা ইনভেসমেন্ট করতে হবে এবং ফুড কর্পোরেশনের ফুড লাইসেন্স(FSSAI licence) জোগাড় করতে হবে।

Ice Cream তৈরি করতে গেলে আপনাদেরকে আইসক্রিম তৈরির উপাদান বরফ লাগবে , এজন্য প্রথমেই দরকার একটি বড় ফ্রিজ। এছাড়া বিভিন্ন রকম ফুড কালার, মিষ্টি জাতীয় দ্রব্য ইত্যাদির ব্যবস্থাও করে নিতে হবে। আইসক্রিম তৈরি করার পর আপনারা নিজস্ব দোকানে সেটি বিক্রি করতে পারবেন। এছাড়া ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে নিজেরাও বিক্রি করতে পারেন।

আপনারা ছোট ছোট দোকানদারদের পাইকারি হিসেবে আইসক্রিম বিক্রি করতে পারেন। এবং নিজেরা ভ্রাম্যমান গাড়ি চালানোর লোক ঠিক করে আইসক্রিম বিক্রি করতে পারেন।

এই রইল গরমকালে ব্যবসা করার মতো কিছু আইডিয়া। গরমকাল অলরেডি শুরু হয়ে গেছে, এবং আপনারা যদি চান তাহলে এখান থেকে কোনো আইডিয়া নিয়ে যেকোনো একটি ব্যবসা শুরু করে দিতে পারেন।

Written By: তন্ময় দেবনাথ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular