HomeNewsকবে মিলবে বকেয়া DA? ১ ফেব্রুয়ারি সরকারি দফতরে কর্মবিরতির ডাক পশ্চিমবঙ্গ যৌথ...

কবে মিলবে বকেয়া DA? ১ ফেব্রুয়ারি সরকারি দফতরে কর্মবিরতির ডাক পশ্চিমবঙ্গ যৌথ মঞ্চের

বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে এবার ধর্নায়(Da Strike West Bengal) বসলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ২৮ টি সংগঠনের যৌথ মঞ্চ। কলকাতার ধর্মতলা চত্বরে চলছে এই ধর্না। যৌথ মঞ্চের দাবি মেনে আগামী ১ ফেব্রুয়ারি বুধবার সারা রাজ্য জুড়ে হাসপাতাল, আদালত, সরকারি স্কুল, বিভিন্ন সরকারি দপ্তরে কর্মবিরতি পালন করা হবে দুপুর দুটো থেকে বিকেল চারটা পর্যন্ত।

বর্তমানে কেন্দ্র সরকার(Central Government)এবং রাজ্য সরকারের(State Government) দেওয়া মহার্ঘ্য ভাতার(Dearness allowence) পার্থক্য প্রায় ৩৫ শতাংশ। বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court DA case) পর্যন্ত।

রাজ্যের তরফ থেকে আদালতকে হলফনামা দিয়ে জানানো হয়েছে যে, হাইকোর্টের রায় এর বাস্তবায়ন রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। কর্মচারীদের যদি বর্ধিত হলে মহার্ঘ ভাতা দেওয়া হয় সেক্ষেত্রে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে। মহার্ঘ্যভাতা সংক্রান্ত এই মামলার শুনানি হতে চলেছে আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে।

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে জোট বেঁধেছে রাজ্যের 28 টি সংগঠন। এই ২৮ টি সংগঠনের যৌথ নাম সংগ্রামী যৌথ মঞ্চ। বিধানসভা অভিযানের পর ২৭শে জানুয়ারি থেকে ধর্মতলায় ধরনায় বসেছেন সরকারি কর্মচারীদের এই সংগঠন। ধরনা মঞ্চ থেকেই আগামী ১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেওয়া হয়।যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই কর্মবিরতির ডাক দিয়েছেন।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

এর আগে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবার আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার সেই আদেশ পালন করেনি। এই জন্য রাজ্য সরকারের উপর আদালত অবমাননার মামলা করা হয়। মামলা গড়ায় সুপ্রীমকোর্ট অবধি।

DA পাওয়া প্রতিটি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। তাই বকেয়া মহার্ঘভাতা সংক্রান্ত মামলাটিকে সমর্থন করছেন প্রায় সকলেই। বিরোধী দলগুলি এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরাও সমর্থন করছেন সরকারি কর্মচারীদের এই দাবিকে।

RELATED ARTICLES

Most Popular